পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t:సెB মুর্শিদাবাদের ইতিহাস । করা হয়। সরফরাজ খাঁ শত্রুপক্ষকে অগ্রসর হইতে দেখিয়া ভাগীরথীতীরস্থ গিরিয়া নামক স্থানে সসৈন্তে উপস্থিত হইলেন। * গিরিয়৷ তৎকালে একটা প্রসিদ্ধ স্থান ছিল । মহম্মদ গাওস খ শত্রুপক্ষের শিবির সন্নিবেশের বিষয় অবগত হইয়া স্বতী পৰ্য্যন্ত ধাবিত হইলেন, সরফরাজ খাঁ পশ্চাতে অপেক্ষা করিতে লাগিলেন । সরফরাজের শিবির হইতে আলিবর্দীর শিবির চরি ক্রোশ মাত্র ব্যবধান ছিল। আলিবর্দী ও সরফরাজের নিকট দূত যাতায়াত করিতে লাগিল । সরফরাজ খাঁ আলিবর্দীর প্রতি পূৰ্ব্বের অনুগ্রহবশতঃ তাহাকে দেখিবার ইচ্ছা প্রকাশ করিলেন, কিন্তু আলিবর্দী পূৰ্ব্ব কথামত র্তাহার নিকট হইতে স্বীয় বংশের শক্রবর্গকে বিতাড়িত করার জন্ত প্রস্তাব করিয়া পাঠাইলেন, অথবা তাহাদিগকে আলিবর্দীর হস্তে সমর্পণ করিতে প্রার্থনা করিলেন । নবাব যদি তাহাতেও স্বীকৃত না হন, তাহা হইলে

  • হলওয়েল বলেন যে,—বাকর আলি খ ও গাওস খুঁ। আপনাদিগের চর দ্বার। আলিবদীর সৈন্ত সংখ্য অবগত হইয়া নবাবকে বলেন যে, যদি DBBB BBB BBB DDDS DBBBBDS DDDBB BBB BBB BBB করা উচিত। যদি আলিবন্দী তাহার সহিত যুদ্ধে প্রবৃত্ত হন, তাহ হইলে সৈষ্ঠের বাধা দিবে, যদি উহার সেরূপ ইচ্ছা না হয়, তাহা হইলে তাহার নীরব ভাবে অবস্থান করিবে। এই রূপ বন্দোবস্তে স্বীকৃত হইয়া নবাব প্রস্তুত হইলেন, এবং গিরিয়ায় সসৈন্তে উপস্থিত হইলেন । উভয় পক্ষের সৈন্তসংখ্য প্রায় সমান fছল, অর্থাৎ প্রত্যেকের ২০ হাজার পদাতিক ও ১০ হাজার অশ্বারোহী ও मब्रकब्रttछब्र २oüी कtञान छ्णि । यांशिवकोंब थारलो कभtन छ्व् िनll ( Holwelrs Historical Events vol I. P. 95). fws 3 *t*** আলিবন্ধীর গোলম্বাজ সৈন্যেরও উল্লেখ আছে।
  • সায়রে ২৬ ক্রোশ লেখা আছে, প্রকৃত প্রস্তাবে তাহ • ক্রোশের चबिक इश्व ब । ।