পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( నb” মুর্শিদাবাদের ইতিহাস । হইতে আদেশ প্রদান করিলে, সে র্তাহাকে আসন্ন বিপদের কথা জ্ঞাপন করিয়া বীরভূমাভিমুখে প্রস্থান করার জন্য অনুরোধ করিয়াছিল। কারণ, বীরভূম প্রদেশ শক্রবর্গের পক্ষে অগম্য ছিল, ও তাহার জমীদার অত্যন্ত পরাক্রান্ত ছিলেন। সরফরাজ খাঁ তথায় নিৰ্ব্বিন্ধে থাকিয়া আপন বন্ধুবর্গের আগমন প্রতীক্ষা করিতে পারিতেন। কিন্তু তিনি হস্তিচালকের কথা কর্ণে স্থান না দিয়া অত্যন্ত ক্রোধসহকারে তাহাকে একেবারে যুদ্ধক্ষেত্রের মধ্যস্থলে গমন করার জন্ত আদেশ দেন । হস্তিচালক তাহাকে লইয়া অগ্রসর হইতে লাগিল, নাগরাখানা বা বাদ্যাগার পর হইয়া সৈন্তগণের অগ্রভাগে উপস্থিত হইবামাত্র একটা বন্দুকের গুলি আসিয়া সরফরাজের মস্তিষ্কে প্রবিষ্ট হইয়া তাহার জীবলীলার অবসান করিয়া 'দেয়। * তাহার সহিত কয়েকট খ্যাতনামা কৰ্ম্মচারীও আপনাদিগের যথা সাধ্য পরাক্রম প্রদর্শন করিয়া প্রাণ বিসর্জনদিয়াছিলেন। ইহাদের মধ্যে মীর কামেল, মীর গদাই, মীর আমেদ, মীর ফরাজুদ্দীন হাজী লুৎফ আলি খাঁ ও কোৰ্ব্বান আলি খী প্রধান। রায়রায়ান আলমচাদ ও মির্জ ইরাজ খাঁ আহত হইয়া মুর্শিদাবাদাভিমুখে প্রস্থান করিয়াছিলেন, আলমৰ্চাদ নবাবের কামান পরিচালনের ভার লইয়৷ ছিলেন। + মহম্মদ গাওস খা নন্দলালের সহিত যুদ্ধে তাহাকে সম্পূর্ণরূপে পরাজিত করেন, এবং নন্দলাল এই যুদ্ধে নিহত হন। যৎকালে সরফরাজ খাঁর হস্তিচালক প্রভুর মৃতদেহ লইয়া মুর্শিদা 粵 Mutakherin vol 1. P. 364. + আলষটা গোলাশূন্য কামান ব্যবহার করিয়াছিলেন বলিয়। কথিত

  • sisgvai orme vol 11. P. 31,