পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७०२ भूर्णिमादायमब्र हेडिशन । প্রভূভক্তি প্রদর্শনপূর্বক অমানবদলে বিপাকে আলিঙ্গন করিয়াছিলেন, এবং তাহাদের মধ্যে অধিকাংশই আপিন আপন প্রাণ বিসজঁন দিয়া যেরূপে প্রভূর উপকার করিতে চেষ্টা করিয়াছিলেন, তাহ অতীব অদ্ভূত ও প্রশংসনীয়। র্তাহার। আপনাদিগের প্রাণকে তুচ্ছ জ্ঞান করিয়া প্রভুর উপকারকে একমাত্র শ্রেষ্ঠ জ্ঞান করিয়াছিলেন। তাহাদিগের প্রগাঢ় প্রভুভক্তি যে সাধারণের অনুকরণীয়,তাহাতে অনুমাত্র সন্দেহ নাই। ঐ সমস্ত কৰ্ম্মচারীর মধ্যে গাওল খার প্রভূভক্তিই সৰ্ব্বশ্রেষ্ঠ। তাহার সেই অতুলনীয় প্রভুভক্তির জন্য গাওসর্থ উক্ত অঞ্চলে পীর বলিয়া পূজিত হইয়া থাকেন। অস্থাপি মুর্শিদাবাদ প্রদেশের গ্রাম্য গীতি র্তাহার গৌরব ঘোষণা করিতেছে । * গিরিয়ার সমরক্ষেত্রের নিকট তিনি সমাহিত হইয়াছিলেন, পরে তাহার গুরু ফকীর সহায়ারী তাহার মৃতদেহ ভাগলপুরে লইয়া গিয়া পুন: সমাহিত করেন। তথাপি যে স্থানে তিনি সমাহিত হইয় ছিলেন, অস্থাপি তাহ গাওস ধার দরগা বলিয়া পুজিত হইতেছে। পলাশীর যুদ্ধের পরই গিরিয়ার যুদ্ধ মুর্শিদাবাদবাসিগুণের নিকট শ্রেষ্ঠ ঘটনা বলিয়া প্রতীত হইয় থাকে। -হিজরী ১১৫৩ অন্ধের সক্ষর মাসের মধ্য ভাগে ইংরাজী ১৭৪ খৃষ্টাৰে গিরিয়ার যুদ্ধ সংঘটিত হয়। আলিবর্দী খাঁ যুদ্ধে জয়লাভ করিয়া মুর্শিদাবাদ বাসীদিগকে ও সরফরাজধার পরিবারবর্গকে সান্থনা করিবার আলমচঞ্জ ওজষ্ঠ স্থলায় হীর চুৰিয়া প্রাণত্যাগ করেন। রাসায়নিকগণের মতে খ্ৰীৱক বিষাক্ত লছে, তবে কোন কোন প্রস্তর বিষাক্ত হইতে পারে। ? मूर्चिबाबा काश्मीिब्र भबिनिष्ट cनष। ষ্ট্র মুর্শিদাৰী-কাহিনীর “গিরির দামক প্রবন্ধ দ্রষ্টব্য।