পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৬৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ অধ্যায় । Woo & আলিবর্দী খার ঘোরতর ষড়যন্ত্রে নিপতিত হইয়া সরফরাজ খাঁ সৰ্ব্বস্ব ও জীবন পৰ্য্যন্ত বিসর্জন দিয়া নেক্টা- সরফরাজের চরিত্রখালিতে সমাহিত হইলেন। আমরা এক্ষণে সমালোচন । র্তাহার অতীত জীবনের আলোচনা করিয়া তাহার চরিত্রসম্বন্ধে দুই চারি কথা বলিতে ইচ্ছা করিতেছি। সরফরাজ খাঁর বিবরণ পাঠ করিলেই তাহার চরিত্র অনায়াসেই উপলব্ধি করা যাইতে পারে, তথাপি সংক্ষেপে এক স্থানে তাহার উল্লেখ করা যাইতেছে। সরফরাজ খার হস্তে বাঙ্গল, বিহার, উড়িষ্যার যে শাসনদণ্ড অর্পিত হইয়াছিল, তিনি তাহার গুরুভার বহন করিতে সম্পূর্ণ রূপে অযোগ্য ছিলেন । কি প্রকারে প্রজাপালন করিতে হয়, অথবা কি প্রকারে রাজ্যশাসন করা উচিত, তাহার কণামাত্রও র্তাহাতে দৃষ্ট হইত না। সুবিচারের অভাবে তাহার রাজ্যমধ্যে ঘোরতর বিশুঙ্খলা উপস্থিত হইয়াছিল। স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসংক্রান্ত রাজনীতির জ্ঞান তাহার আদেী ছিলনা বলিলে অত্যুক্তি হয়না । কি প্রকারে স্বীয় রাজ্য মধ্যে প্রকৃতিবর্গকে শাসন করিতে হয়, অথবা অন্যান্ত রাজ্যের শাসনকর্তৃগণের সহিত কিরূপ ব্যবহার করা উচিত, তাহার কিছু মাত্র জ্ঞান তাহার জড়ভাবাবৃত হৃদয়ে প্রতিভাত হইতন। মুতাক্ষরীনকার বলিয়াছেন যে, তাহার কোন প্রকার শাসনজ্ঞান, এমন কি সামান্ত কাৰ্য্যদক্ষতা পৰ্য্যন্তও ছিলনা। র্তাহার মতে যদি আর কিছু দিন সরফরাজ খাঁ রাজত্ব করিতেন, তাহা হইলে তাহার রাজ্যমধ্যে যেরূপ বিশৃঙ্খলা উপস্থিত হইয়াছিল, তাহাতেই হয়ত একেবারে সমস্ত বাঙ্গলাপ্রদেশ ধ্বংস হইয়া যাইত।* এই সময়ে মহা

  • Mutakherin vol I. P. 369.