পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ অধ্যায় oSውደው অন্টাদশ শতাব্দীর প্রথম ভাগে বঙ্গসাহিত্য ও বঙ্গদেশের সাধারণ অবস্থা । বঙ্গসাহিত্য আদিম অবস্থা অতিক্রম করিয়া যে সময়ে ধীরে ধীরে আপনার উজ্জ্বল কিরণ পরিব্যাপ্ত করিতে আরম্ভ করিয়াছিল, সেই সময়ে আমরা কৃত্তিবাসের ন্তায় মহাপুরুষের সাক্ষাৎলাভ করিয়াছিলাম। কিন্তু তখনও বঙ্গকবি আপনার স্বাতন্ত্র্য দেখাইতে পারেন নাই। সংস্কৃত গ্রন্থাদির অনুবাদে তখনও বাঙ্গলা ভাষা ও-সাহিত্য পুষ্ট লাভ করিতেছিল। কিন্তু সে পুষ্টিতে বঙ্গ সাহিত্যের অস্থিমজ্জা সুদৃঢ় ও ঘন হইয়া উঠে। রামায়ণ, মহাভারত প্রভৃতির অনুবাদে বঙ্গভাষার যে শ্ৰীবৃদ্ধি হইয়াছে, তাহা অস্বীকার করা যায় না। ক্রমে বঙ্গকবিগণ কিয়ং পরিমাণে স্বাতন্ত্র্য অবলম্বনের প্রয়াস পাইতে থাকেন। এই স্বাতন্ত্র্য অবলম্বন ধৰ্ম্মবিষয়ে কলহ ও স্ব স্ব সাম্প্রদায়িক ধৰ্ম্মের প্রতি প্রগাঢ় অনুরক্তি হইতে উৎপন্ন হয়। বাঙ্গলার ঐতিহাসিক যুগের আরম্ভ হইতে আমরা বঙ্গদেশে বৌদ্ধধর্মেরই প্রভাব দেখিতে পাই। তাহার পর আদিশূরের রাজত্বকাল হইতে হিন্দুধৰ্ম্ম প্রবল হইয় উঠে। এই দুই ধৰ্ম্মের সঙ্ঘর্ষণে ক্রমে বৌদ্ধধৰ্ম্ম আপনার অস্তিত্ব হারাইয়া ফেলে, কিন্তু গুপ্তভাবে আজিও হিন্দু तृश्रमश्डि] ।