পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆశి মুর্শিদাবাদের ইতিহাস । খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে আমরা অদ্ভুত আচাৰ্য্যঅদ্ভুত আচার্ধ ও নামে ব্রাহ্মণকবির রামায়ণের পরিচয় প্রাপ্ত ॐाशंद्र ब्रामाब्र१ । इहे । অদ্ভুত আচার্য্যের প্রকৃত নাম নিত্যানন, র্তাহার পিতার নাম শ্ৰীনিবাস ও পিতামহের নাম প্রচণ্ড । সোনারাজ্যে বড়বাড়ী গ্রামে তাহার বাসস্থান ছিল। এই সোনারাজ্য কোথায় তাহার বিশেষ কোন পরিচয় পাওয়া যায় না । কৃত্তিবাস প্রভৃতির পদামুসরণ করিয়া তিনি রামায়ণরচনার প্রবৃত্ত হন । * নিত্যানন্দ উত্তম রূপে বিদ্যাশিক্ষা করেন নাই, অথচ অল্প বয়সে রামায়ণ রচনা করায় অদ্ভুত আচাৰ্য্য:উপাধি প্রাপ্ত হন। অদ্ভুত আচার্যের রামায়ণে অদ্ভূতরামায়ণের প্রতিপাদ্য বিষয়ও বর্ণিত হইয়াছে, তজ্জন্য তাহার অদ্ভুত আচাৰ্য উপাধিও হইতে পারে। অদ্ভুতরামায়ণে রামমাহাত্ম্য অপেক্ষ সীতমাহাক্স্যের প্রাধান্ত প্রদর্শিত হইয়াছে । অদ্ভুতরামায়ণে লিখিত আছে যে, রাবণনিধনের পর রামচন্দ্র অযোধ্যায় প্রত্যাগত হইলে, ঋষিগণ সীতার নিকট হইতে সহস্ৰবদন রাবণের বিষয় শ্রবণ করেন। দশবদন ও সহস্ৰবদন উভয়েই বিশ্বশ্ৰব৷ ও কৈকসীর পুত্র। দশবদন লঙ্কার ও সহস্ৰবদন পুস্করদ্বীপের অধীশ্বর হন। রামচন্দ্রও সীতার নিকট হইতে সহস্ৰবদন রাবণের পরিচয় পাইয় তাহাকে বিনাশ করিতে সসৈন্যে যাত্রা করেন । তিনি সহস্ৰবদন রাবণের সৈন্তসমুহ বিনাশ করিয়া, তাহার আক্রমণে মূৰ্ছিত হইয়া পুষ্পকরথে শায়িত হইলে, সীতা রণক্ষেত্রে উপস্থিত হন, ও কালিকামূৰ্ত্তি ধারণ করিয়া সহস্ৰবদন রাবণকে নিধন

  • অদ্ভুতজাচার্ধ্য লিখিয়াছেন যে, উহার সপ্তম বর্ষে রামচন্দ্র ব্রাহ্মণ বেশে দেখা দিয়া উহাকে রামায়ণ লিখিতে অনুমতি দেন।