পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woğ মুর্শিদাবাদের ইতিহাস । অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে এক জন প্রসিদ্ধ কবি বিদ্যমান কবি কৃষ্ণরাম ও ছিলেন, র্তাহার নাম কৃষ্ণরাম কলিকাতার বিদ্যাহার, কালিক চারি ক্রোশ উত্তর পূৰ্ব্বে ও বর্তমান বেলঘরিয়া মঙ্গল প্রভৃতি। ষ্টেশনের নিকট নিমতাগ্রামে কায়স্থস্কুলে কৃষ্ণরামের জন্ম হয়। র্তাহাদের উপাধি দাস। কৃষ্ণরামের পিতার নাম ভগবতী দাস, নিমত গ্রামে অদ্যাপি কৃষ্ণরামের ভিটা বিদ্যমান আছে । এই কৃষ্ণরাম হইতে প্রথমে বাঙ্গল ভাষায় বিদ্যাসুন্দর প্রকাশিত হয়। সংস্কৃত বিদ্যাসুন্দরের সামান্ত আখ্যায়িকা অবলম্বন করিয়া বাঙ্গলায় বিদ্যাসুন্দর রচিত হইয়াছিল। অষ্টাদশ শতাব্দীতে বিদ্যাম্বন্দর চারি বার বাঙ্গলায় ও এক বার উর্দুতে রচিত হয়। বাঙ্গলায় প্রথম কৃষ্ণরাম, দ্বিতীয় রামপ্রসাদ, তৃতীয় ভারতচন্দ্র ও চতুর্থ প্রাণরাম চক্রবর্তী বিদ্যাসুন্দর রচনা করেন। * সুতরাং যে বিদ্যামুনারের উপাখ্যান বাঙ্গলার গৃহে গৃহে প্রবাদকাহিনীর ন্তায় কথিত হইয়া থাকে, এবং যাহার জন্ত ভারতচন্দ্র সাহিত্যজগতে অমর হইয়া গিয়াছেন, কবি কৃষ্ণরাম তাহাকেই বাঙ্গল ভাষায় প্রথমে বর্ণনা করিয়াছিলেন, এবং তাহার সে বর্ণনাও সুললিত হওয়ায় তৎকালে লোকের মনোরঞ্জন করিত। সুতরাং

  • विलाश्मtब्रब्र 4३ aषय विकांभ । दिब्रठेिठा कुक्षब्रांभ बिभऊी यांच्च शाम ॥ উtহার রচিত পুখি আছে ঠাই ঠাই। স্নামপ্রসাদের কৃত আর দেখা পাই । witङ्गप्ऊ छ।iब्रएकछटश पञछशांमश्रण ॥ রচিলেন উপাখ্যাল প্রসঙ্গের ছলে ।”

eधांचब्रांप्यङ्ग विनTांश्माङ्ग (क्ञछांब ७ गांहिष्ठा )