পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\SS মুর্শিদাবাদের ইতিহাস । তাহাজের আত্মীয় নাড়াজোলের খর্ণবংশীয়দের হস্তগত হয়। অস্থাপি নাড়াজোলবংশীয়েরা তাহা ভোগ করিতেছেন। রামেশ্বর যন্থপুর পরিত্যাগ করিয়া রাজ রামসিংহ কর্তৃক অযোধ্যাবাড়ে প্রতিষ্ঠিত হন, ও যশোমস্ত সিংহের রাজত্বকালে তাহার সভাসদ হইয়া শিবসঙ্কীৰ্ত্তন রচনা করেন। শিবসঙ্কীর্তনে অনেক স্থানে যশোমস্তের কল্যাণকামনা করা হইয়াছে। এই শিবসঙ্কীৰ্ত্তনকে শিবায়নও কহিয়া থাকে। শিবসঙ্কীর্তনে দেবদেবীর বন্দনা, স্বষ্টি প্রকরণ, দক্ষযজ্ঞ, গৌরীর জন্ম, মহাদেবের তপস্তাতঙ্গ, মদনভস্ম, রতিবিলাপ, শিববিৰাছ প্রভৃতি বর্ণিত হইয়াছে, এবং কৈলাসে শিব দুর্গার গার্হস্থ্য জীবনেরও স্বন্দর চিত্র অঙ্কিত আছে। তদ্ভিন্ন রুক্মিণীব্রত, বাথ রাজার উপাখ্যান প্রভৃতিরও উল্লেখ দৃষ্ট হয়। ভারতচন্ত্রের অন্নদামঙ্গলাদি গ্রন্থে হরপাৰ্ব্বতীর বিবরণও চিত্রসম্বন্ধে যেরূপ দেখা যায়, শিবানেও সেইরূপ বৰ্ণিত হইয়াছে, তবে রামেশ্বর ও ভারতের বর্ণনার মধ্যে অনেক পার্থক্য আছে। গৌরীর বাল্যলীলা, হরপাৰ্ব্বতীর কোন্দল, গৌরীর শাখাপরা, অন্নপূর্ণার পতিপুত্রকে অন্নদান প্রভৃতি হইতে বাঙ্গালী গার্হস্থ্য জীবনের সুন্দর চিত্র দেখিতে পাওয়া যায়। রামেশ্বরের রচনার মধ্যে অনুপ্রাসের ছটা কিছু অধিক, কিন্তু তাহার মধ্য হইতে বিশুদ্ধ হাস্তরল অনেক স্থানে ফুটিয়া উঠিয়াছে। গ্রন্থে করুণ রসের নিতান্ত অভাব। শিবসঙ্কীৰ্ত্তনের স্থানে স্থানে কুমারসম্ভবাদি সংস্কৃত গ্রন্থের অবিকল অনুবাদ দেখিতে পাওয়া যায়। এক কালে শিবায়ন কবিকঙ্কণের চওঁীর দ্যায় সাধারণের নিকট আদরের সামগ্রী ছিল। এই শিবায়নে সাধারণতঃ শিবমাহাত্ম্য কীৰ্ত্তিত হইলেও শক্তিপ্রাধান্ত দেখান হইয়াছে। ভারতচন্ত্রের অন্নদামঙ্গলের ন্যায় শিবায়ন হইতে শক্তিমাহাত্মাই বুঝিতে পারা যায়। রামেশ্বর ও