পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WoRo भूनिनादाप्नब्र हेडिशन । ধীবরজাতীয় ভীমকবি ; সুদর্শনবিলাস, হংসদূতপ্রণেতা চন্দ্রমণি মহন্ত ; রসকল্পলতাপ্রণেতা গদাধর পট্টনায়ক ; কুঞ্জবিহারীপ্রণেত কুঞ্জবিহারী পট্টনায়ক ; খড়ালীলাবতী রচয়িত লোকনাথ নায়ক ; রামচন্দ্রবিহারপ্রণেতা মাগুনি পট্টনায়ক ; কৃষ্ণলীলামৃত ও পঞ্চশায়ক রচয়িতা হলদিয়ার রাজা নীলাম্বর ভঞ্জ ; গীততালপ্রবন্ধপ্রণেত পদ্মনাভ ; নিস্তারতরঙ্গিণী, নামচিন্তামণি, প্রেমপঞ্চামৃত, যুগলরসমৃতলহরী, প্রেমতরঙ্গিণী, প্রেমলহরী প্রভৃতি ধৰ্ম্মমূলক গ্রন্থপ্রণেতা সদানন্দ কবি সুর্য্যব্রহ্ম প্রভৃতি কবিগণ অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে উড়িয়া সাহিত্যের আলোচনা করিয়া স্ব স্ব গ্রন্থ দ্বারা তাহার পুষ্টিসাধন করিয়া গিয়াছেন। এতদ্ভিন্ন সংস্কৃত গুণ্ডিচাচম্প প্রণেতা চক্রপাণি পট্টনায়ক ; হংসদূত, নৈষধ প্রভৃতির টীকাকার গোপীনাথ পট্টনায়ক ; গুণ্ডিচাচম্প প্রণেতা ও নারায়ণাষ্টক প্রভৃতির টীকাকার পীতাম্বর মিশ্র ; এবং বৈদ্যকল্পলতিক, প্রায়শ্চিত্ততরঙ্গিণী প্রভৃতি প্রণেতা ও অমরকোষ ও ব্যাকরণের প্রসিদ্ধ টীকাকার সুবিখ্যাত রঘুনাথ দাস ও ব্যবস্থাশাস্ত্রসঙ্কলয়িত শস্তুকরবাজপেয়ী প্রভৃতির গ্রন্থ হইতে জানা যায় যে, তৎকালে উড়িষ্যায়ও বিশেষ রূপে সংস্কৃত ভাষার চর্চা হইত। সংস্কৃত আলোচনার সঙ্গে সঙ্গে তৎকালে উড়িয়া সাহিত্যও উন্নত হুইতেছিল। খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে বঙ্গরাজ্যে বঙ্গসাহিত্য রাজনৈতিক প্রভৃতির যেরূপ অবস্থা ছিল তাহ বর্ণিত হইল, অবস্থা। এক্ষণে দেশের সাধারণ অবস্থাসম্বন্ধে আলোচনা করিয়া আমরা অধ্যায়ের উপসংহার করিতেছি। প্রথমতঃ রাজনৈতিক অবস্থাসম্বন্ধে কিঞ্চিৎ আলোচনা করা যাইতেছে। র্যাহার মুর্শিদাবাদের প্রকৃত ইতিহাসারম্ভের সময় হইতে পূৰ্ব্ব অধ্যায়ের