পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wo%3 মুর্শিদাবাদের ইতিহাস । উৎসব প্রভৃতিতেও আমোদপ্রমোদ করিতে দেখিতে পাই । ফলতঃ অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে মুর্শিদাবাদে রাজধানী স্থাপিত হইয়া বঙ্গে মুসলমান রাজত্বের এক নবযুগ প্রবর্তিত হইয়াছিল। কিন্তু অৰ্দ্ধ শতাব্দী গত হইতে না হইতে সেই নূতন রাজত্ব সমূলে উৎপাটিত হইয়া যায়, এবং বঙ্গবাসিগণ তদপেক্ষা আরও কল্যাণপ্রদ রাজত্বের শাসননীতিতে পরিচালিত হইয়াছিলেন । কিন্তু কোম্পানীর রাজত্ব যে সৰ্ব্বাংশে কল্যাণকর ছিল, তাহা আমরা স্বীকার করি না, এবং তজ্জন্তই প্রাতঃস্মরণায় স্বৰ্গীয় রাজরাজেশ্বরী ভিক্টোরিয়াকে স্বহস্তে ভারতশাসনের ভারগ্রহণ করিতে হয় । অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে বঙ্গের রাজনৈতিক অবস্থাসম্বন্ধে সামাজিক ও সংক্ষিপ্ত বিবরণ প্রদত্ত হইল, এক্ষণে সেই জষ্ঠাষ্ঠ অবস্থা । সময়ের সামাজিক ও অন্যান্য অবস্থাসম্বন্ধে যৎকিঞ্চিৎ আলোচনা করিয়া আমরা অধ্যায় শেষ করিতেছি । খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে বঙ্গরাজ্যের অধিবাসীর শাস্ত ভাবেই আপনাদের জীবিকা নিৰ্ব্বাহ করিত। সেই সময়ে বঙ্গের সামাজিক অবস্থা প্রভৃতি সম্বন্ধে এইরূপ অবগত হওয়া যায়। * হিন্দুদিগের মধ্যে ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, উচ্চশ্রেণী ; গন্ধবণিক, গোপ, কুম্ভকার, নাপিতৃ, তামুলী, কৰ্ম্মকার, আগুরি, মোদক,বাই, তাতী, তেলি, মালী প্রভৃতি মধ্যশ্রেণী ; পল্লবগোপ, সুবর্ণবণিক, কলু, কৈবৰ্ত্ত স্বর্ণকার, ছুতার প্রভৃতি নিয়শ্রেণী:ও হাড়ি, ডোম, গুড়ি প্রভৃতি অস্ত্যজ শ্রেণীর উল্লেখ দেখা যায়। ব্রাহ্মণগণের মধ্যে এক শ্রেণী • অষ্টাদশ শতাব্দীর বঙ্গের সামাজিক ও অন্তান্ত অবস্থাসম্বন্ধে আম্বর देखिइन ७ कक्र मादिच्छात्र नशिंबा अश्ण कब्रिज्ञाष्ट्रि ।