পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అ(to মুর্শিদাবাদের ইঞ্জিহাস । এবং যটি ও তরবারিচালনা শিখিয়া পাইকশ্রেণীভুক্ত হইত। বাণিজ্য ও কৃষির অবস্থা ভাল ছিল। নবাবের আদেশে বিদেশে আহাৰ্য্য প্রবারি রপ্তানী হইতে পারিত না। ইউরোপীয়, বিদেশীয় ও দেশীয় সওদাগরক্ষ্মণ অন্তৰণিজ্যে লিপ্ত হইতেন, কেবল কতকগুলি সমুদ্রবান্থ দ্রব্যের তাহারা বহিবাণিজ্য করিতে পারিতেন। দেশমধ্যে মান দেশীয় বণিকৃগণের বাণিজ্যের জন্তু লোকের অর্থশালীও হইয়া উঠিত। রেশম, মলিন, কার্পসবস্তু, মুপারি, তামাক, যোৱা, লবণ প্রভৃতির ব্যবসায়ই অধিক পরিমাণে প্রচলিত ছিল। এইসময়ে কৃষকগণের উপর জমীদারের অত্যাচার করিতে নিষিদ্ধ । হওয়ায় তাহদের অবস্থাও ভাল ছিল। তবে আবওয়াব প্রচলিত হওয়ায় তাহাদিগকে কিছু অতিরিক্ত পরিমাণ করভার বহন করিতে হইয়াছিল। লোকের পারিশ্রমিক অতি অল্প থাকায়, বহুল পরিমাণে পুষ্করিণী আদি খনিত এবং সন্ত্রান্ত জনগণের অট্টালিকাদি নিৰ্ম্মিত হইত। সে সময়ে স্থপতি বিদ্যারও সুন্দর রূপ পরিচয় পাওয়া যায়। কাটরার মসজীদ, পিলিয়া তোরণার প্রভৃতি আজিও তাহার সাক্ষ্য প্রদান করিতেছে। বালুচর প্রভৃতি স্থানের স্বল্প ও মুর্শিদ।-- বাদের অন্তান্ত স্থানের রেশমী বস্ত্র, গজদন্তনিৰ্ম্মিত দ্রব্য, বীরভূমের তসর, ঢাকার মসলিন ও ঢাকা, শাস্তিপুর প্রভৃতি স্থানের স্বশ্ন কার্পাস বস্ত্র প্রভৃতি বাঙ্গালীগণের শিল্পোন্নতিরও পরিচয় দিত। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে কোন কোন বিষয়ে সাধারণের কিছু কিছু অস্থবিধা হইলেও লোকে স্বখেস্বাচ্ছন্যে সময় অতিবাহিত করিত। যে সময়ে বঙ্গে মুসলমান রাজত্বের যে এক নবযুগ প্রবর্তিত হইয়াছিল সে বিষয়ে সন্দেহ নাই। : - প্রথম খণ্ড সম্পূর্ণ।