পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গানুবাদ। ঈশ্বরের নাম _ानबन्बवन्ब्ब्रनाब এবনে সাহংঙ্গালম" সাহ মহম্মদ সাহ আবুল ফতেহ নামি- सांप्रमांझ् নাসিরুদ্দীন |~ এবলে মহম্মদ জাহান এবনে আলমগীর আবুল ফতেহ जाङ दांहीछद्र दालनाझ् भाछौ l-H বাদসহ গাজী गोश्व কেরাণ শানী। श्ऊTांछि এই জয়যুক্ত (শুভ)ও আনন্দযুক্ত সময়ে এই চিরস্থায়ী সাম্রাজ্যের স্বৰ্য্যের কিরণস্বরূপ জগন্মান্ত ও জগদ্বশীভূতকারী আদেশ দ্বারা শেঠ ফতেচাদ বিশ্বস্ততা ও গৌরবের নিদর্শনস্বরূপ জগৎশেঠ উপাধি এবং মতির গোশওয়ার অর্থাৎ কাণবালা ও হস্তী এবং তাহার পুত্র আনন্দচাদ, শেঠ উপাধি ও মতির কাণবালা খেল্পত প্রাপ্ত হইলেন। অধিকৃত রাজ্যের সমুদয় বর্তমান ও ভাবী হাকিম, আমলা ও মুৎসুদি প্রভৃতির উচিত যে, তাহারা উল্লিখিত শেঠ ফতোদকে জগৎশেঠ ফতেল্লাদ এবং তাহার পুত্রকে শেঠ আনন্দগদ লেখেন, এবিষয়ে বিশেষ যত্ন ও মনোযোগ প্রদান আবর্তক। ৪ সাল জলুল ১২ই রজব তারিখ । - -- - - - যিনি রাজ্য ও রাজনীতির মহত্ত্ব ও গৌরব অবগত আছেন, যিনি রাজধর্মের গূঢ় তৃৰ অবগত আছেন, যিনি রণস্থলে অগ্রগামী, ও সৈন্তগণের পরিচালক, উপযুক্ত পরামর্শদাত, যিনি সাম্রাজ্যের বিশ্বসনীয়, সম্রাস্তবংশীয়, উচ্চপদস্থ ক্ষমতাঁপা, যিনি রাজ্য ও ধনের স্ববন্দোবস্তকার, যিনি পতাকার উন্নয়নে সমর্থ, সুবল