পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& R মুর্শিদাবাদের ইতিহাস । প্রাচীন মুর্শিদাবাদের বিবরণ প্রদান করার পূৰ্ব্বে মুর্শিদাবাদের প্রাচীন ও আধুনিক অবস্থান সম্বন্ধে কিঞ্চিৎ মুর্শিদাবাআলোচনা করা যাইতেছে। বর্তমান মুর্শিদাবাদ ভাগী- সেরপ্রাচীন রথীর পূর্ব তীরে অবস্থিত, কিন্তু অষ্টাদশ শতাব্দীতে ওআধুনিক তাহ ভাগীরথীর উভয় তীরবর্তী একটা বিস্তৃত নগররূপে "" বিদ্যমান ছিল। মুর্শিদকুলি খাঁ প্রথমতঃ ভাগীরথীর পূৰ্ব্ব তীরেই রাজধানী স্থাপন করেন, কিন্তু ক্রমে ক্রমে তাহ ভাগীরথীর পশ্চিম প্রান্তেও বিস্তৃত হইয়া পড়ে, এবং ভাগীরথীর উভয় তীরবর্তী এক বিস্তীর্ণ জনপদ, মুর্শিদাবাদপ্রদেশ নামে অভিহিত হয়। মুর্শিদকুলি খাঁ সমস্ত বঙ্গরাজ্যকে যে ত্রয়োদশ চাকলায়- बिंडख् করিয়াছিলেন, মুর্শিদাবাদ তাহার অন্যতম। বর্তমান মুর্শিদাবাদ । জেলাও ভাগীরথীর উভয় তীর অতিক্রম করিয়া, অনেক দূর পর্য্যন্ত বিস্তৃত হইয়া আছে। এই সমস্ত কারণে আমরা ভাগীরথীর উভয় তীরবর্তী বিস্তৃত মুর্শিদাবাদপ্রদেশেরই প্রাচীন অবস্থান প্রদান করিতে চেষ্টা করিতেছি। প্রাচীন মুর্শিদাবাদের অবস্থান স্থির করিতে হইলে, প্রাচ্য ভারতবর্ষ সম্বন্ধে কিঞ্চিৎ আলোচনার আবশুক হইয়া উঠে। অতি প্রাচীন কাল হইতে ভারতবর্ষের পুৰ্ব্ব প্রাস্তস্থিত অঙ্গ, বঙ্গ, পুণ্ড, কলিঙ্গ, সুহ্ম, উৎকলপ্রভৃতি প্রদেশের উল্লেখ দেখা যায় । পুরাণ, মহাভারত, রামায়ণ, এমন কি, বৈদিক গ্রন্থে পৰ্য্যস্ত উক্ত অঙ্গ, বঙ্গপ্রভৃতির উল্লেখ আছে * মুর্শিদাবাদ প্রাচীনকালে “গন্ধারিভো মুজবস্ত্যোহঙ্গেভ্যে মগধেভাঃ” (অথৰ্ব্ব সংহিতা ৫।২২।১৪) “অন্তান বঃ প্ৰজা ভক্ষীষ্টেতি ত এতেইস্ক পুণ্ডাঃ শবরা পুলিশ। মুতিব ইত্যুদস্তা। বহুবো ভবস্তি ।” (ঐতরেয় ব্রাহ্মণ ৭।১৮) “ইমঃ প্রজাস্তিস্রে অত্যায় মায়ং স্তানীমানি বয়াংসি বঙ্গাবগধাশেরBBBBS BBBBBS BBBS BB SBBBB BBBB DDHHS