পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》ミ পরিশিষ্ট । উপটৰে পিতা কর্তা ছিল। পুনশ্চ লিখিছেন তখন সকলে একত্রে ছিল । আপনার সুন্দর বিবেচনা করিবেন। - তদনন্তর সমাচার কয়েক বৎসর পরে সন ১১২০ সালের আখেরি সন ১১২১ একইশ সালের প্রথম লাল উদয়নারায়ণ রায় জাফর খ। স্নবী সহিত পাতসাহিতে কমরবন্ধি করিয়া গলিম হইলা । সে জনিত তাহাদিগের রাজ্য গেল। আমার পিতামহ ঠাকুর তাহার শশুর নিগুড় কুটুৰিত সেমতে তিহ আত্মভয়ে গোষ্ঠীসমেত তালুক ভৌম গৃহ বাটি আদি সকল ছাড়িয়া সেই হঙ্গামে পলায়নপর হইয়া স্বলতানাবাদের মহেশপুর অবধি একত্র ছিল । সাহেবরায় যুদ্ধে পরাজয় হইয়া গোষ্ঠী সহিত কয়েদ হইয়া গেলা আমরা উদয়নগর পাথরিয়া মোকাম হইতে কর্তারদিগের সহিত বিচ্ছেদ হইয়া আমরা আত্মভয়ে পলাইয়া বনের পথে বিরভোম পাঠানের অধিকারে থাকিলাম। এখাতে জমিদারী তালুক নেস্ত বিত্ত আদি গোবৎস খনিত পুষ্করিণী প্রযুক্ত রঘুনন্দন রায় মহাশয়ের হাত রাজ রামজীবন রায় মহাশয় নামে উদয়নারায়ণ রায়ের জমিদারী হইল। তাহার তরফ সিকদার পং গণকর গএরহ পাচ পরগণার সিকদার রামেশ্বর রায় হইলা । তিহু সকল দখল করিলেন । বিত্ত বেসাত বিক্রয় করিয়া রাজ সরকার দাখিল করিলেন । সকলের মৎস্ত বিক্রয় করিয়া লইলেন। সেই অবধি সরকারে থাকিল । চতুগি অগ্নিদাহ হইয়াছিল সে কারণ গড়বাড়ীর ঘর ভাঙ্গিয়াছিল। গড়ৰাজীতে আমলা গণকরের খানাবাড়ী সৰ্ব্বসাকার। পিতামহস্রাতার পলাইছিল। তাহার বিষয়েতে বেইলাকা