পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজারাম শৰ্ম্মার ভাষোত্তর । ১৩ দফা তাহাতে ভাইভগ্র সংকোচে মুজাহিম হইল না। আমরা বিদেশস্থ থাকিলাম । গড়বাড়ীতে ফলকরা আদি আছে তাহা লঙ্কাহারের প্রজাস্থানে কৰ্ম্মচারীতে বিক্রয় করিয়া লইত। এই সকল ধারাতে কয়েক বৎসর গেল। অস্বামিক দ্রব্য থাকিলে রাজা ব্যতিরেকে কে লয়। আমরা দেশে ভৌমে সাক্ষাৎ থাকিতে কেহ লয় নাই। এবং বিক্রয় করিয়ে নাই। কোন দায়গ্ৰস্ত হইয়া কাহুকে দিয়ে নাই । তারপর কয়েক সন বাদে পিতামহ ঠাকুর yগঙ্গাস্নান করিতে গোপনিয়তে সহরের নিকট তক আইলা তথাতে অশ্বাস্তি হইলা । তথা পরামর্শ হইল রাজা বাহাদুর সহিত সাক্ষাৎ করিয়া এক বন্দোবস্ত করিয়া দেশে যাই। গড়বাড়ীতে থাকিয়া ব্রাহ্মণ ইচ্ছা ভোজন করাইব । তথা হইতে যাত্রা করিয়া নৌকাতে আসিয়া ডাহ'পাড়া পহুছিলা । বন্দোবস্তের পয়গাম হইতেছিল। ১১২৬ ৷ ইতমধ্যে তথা ৮তিরে স্বৰ্গীয় হইলা। এই তদবন্থ থাকিল। পুনশ্চ দিয়াড়া গ্রামে গিয়া কৰ্ম্ম হইল। পিতামহ ভ্রাতা তাহার জ্যেষ্ঠ শক্ৰজিত রায় ঠাকুরবাড়িতে ছিল খরচ পত্র পঠায় দেওয়া গেলা তিহ এখা ব্রাহ্মণভোজন করাইলেন। তারপর কয়েক বৎসর পরে আমার পিতা ঠাকুর দুই ভ্রাতাতে রাজাদিগের সহিত সাক্ষ্যাত করিলা গোষ্টি গণকর বাড়ি আনিলেন। তারপর রাজা আজ্ঞা হইয়াছিল ইহারা আপন জমীদার লইয়া সরবরাহ করিতে পারেন দেওগ চাকলে রাজসাহির মুৎসুদ্ধি তিহ কিশোর সিংহ সরকারকে কহিলেক সকল তালুকের খাস আমনত বদ্ধ দিতে কয়েক বৎসরে কি বাকী ফৰ্দ্দ কর। তাহাতে বাকী মবলক হয় ইহার হাল মালগুজারী কবুল করেন। এইরূপে কোন কিনারা পড়ে মা। ইহার ভোম লইবেন এই প্রত্যাশাতে বাড়ি পুষ্কণী আদি অন্য চেষ্টা পান ।