পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টিপনী। আমরা খৃষ্টীয় নবম শতাব্দীতে উত্তর রাঢ়ের মহীপাল ও রাজেজ, চোলদেব বর্তমান ছিলেন বলিয়া উল্লেখ করিয়াছি। ডাক্তার হল: জের মতে রাজেন্দ্র চোল একাদশ শতাব্দীতে বিদ্যমান ছিলেন। তদনুযায়ী সুহৃদ্ধর নগেন্দ্রনাথ ৰন্থ উত্তর রাঢ়ের মহীপালকে পালবংশের প্রথম মহীপাল বলিয়া স্থির করিয়াছেন। স্থলজ কি রূপে উক্ত সিদ্ধান্তে উপনীত হইলেন তাহ তাঁহার South Indian inscript s নাষক গ্রন্থ হইতে বুঝ স্থায় না। তিরুমলয়ের শিলালিপিতে জানা যায় যে, তাহার দ্বাদশ বর্ষে তিনি দিগ্বিজয় করিয়াছিলেন, হুলজ মূল তামিলের এইরূপ অনুবাদ *footon “Hail! Prosperity In the 12th year of (the reign of ) Ko-Parakesari Varman, alias Udaiyar Sri Rajendra-Chola-Deya, o during his long life (which resembled that of) CGಲ್ಲ! quered with (his) great and warlike army &.... হওয়া যাইতেছে। কিন্তু আমরা তামিল কবি - ৮৮শকে রাজেন্দ্র চোলের বিদ্যমান থাকার বিষয় নিতে পারি। সাগরীর শ্লোক হইতে জানা যায় যে, উত্তর রাঢ়ের মহীপাল । ৮ম শকাম্বে বিদ্যমান ছিলেন। উক্ত শ্লোক ইতে একাদশ । শতাঙ্ক স্থির করা যায় না। হুলস্ত্র তিকুমলয়ের লিপির যে অনুবাদ করিয়াছেন, তাহ হইতে র্ক স্বম্প রূপে উত্তর রাঢ়ের রাজা দিয়া বুঝা যায় না। তার অনুবাদ এইরূপ— ।