পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t 8 মুর্শিদাবাদের ইতিহাস । গঙ্গা ভারতবর্ষের একটা প্রাচীন নদী । বৈদিক কলি হইতে তাহার অস্তিত্বের উল্লেখ দেখা যায়। রামায়ণের ভাগীরথী সময় হইতে উক্ত গঙ্গা ভাগীরথী নামেও অভিহিত ও পদ্মা। হয় । ভগীরথকর্তৃক গঙ্গাদেবী ভূতলে আনীত হন বলিয়া, তিনি ভাগীরথী নামে প্রসিদ্ধ হইয় উঠেন। বর্তমান কালে ভাগীরথীকে গঙ্গার একটা শাখারূপে অবস্থিত বলিয়া বোধ হয়, কিন্তু প্রাচীন কালে এই ভাগীরথীই গঙ্গার প্রধান প্রবাহ ছিল ; পরে পদ্মা প্রধান প্রবাহ হইয়া উঠিলে, ভাগীরথী মহাভারতে, হরিবংশে ও পুরাণাদিতে চন্দ্রবংশীয় বলিরাজার পঞ্চ পুত্রের নামানুসারে অক্ষ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ডু, ও স্বন্ধ এই পঞ্চ প্রদেশের নাম হইয়াছে কলিয়া উল্লেখ আছে । অঙ্গোবঙ্গ: কলিঙ্গশ্চ পুণ্ডু, হন্ধশ্চ তে স্থতাঃ। তেষাং দেশী সমাখ্যাতঃ স্বনামকধিতা ভুবি।” মহা । জাদি পৰ্ব্ব, ১৯৪ম তধা ৷ “হেমাৎ সুশুপঃ, তস্মাম্বলি:, ষষ্ঠ ক্ষেত্রে দীর্ঘতমসা অঙ্গ বঙ্গ কলিঙ্গ স্কন্ধ পুণ্ড,খ্যং বাংলয়ং ক্ষত্রমজষ্ঠত। বিষ্ণুপুরাণ ৪র্থাংশ । ১৮ অধ্যায়। বলিঃ কুতপসে জক্সে অঙ্গবঙ্গকলিঙ্গকাঃ । স্বৰূপেগু,াশ বালেয়া অলপনস্তথাঙ্গভঃ ॥ গাকুড়ে ১৪৪ অধ্যায়, শব্দকল্পক্রমধুত্রবচনং । মৎস্ত পুরাণেও “অঙ্গ বঙ্গ মদ গুরুক। অন্তগিরিবহির্গির" ইত্যাদি জনপদের উল্লেখ আছে ৷

  • ঋগ্বেদ, শতপথ ব্রাহ্মণ প্রভৃতি প্রাচীন গ্রন্থে গঙ্গার উল্লেখ দেখা যায় । * ব্রহ্মা ভগীরথকে বলিতেছেন যে, তোমাকভুক গঙ্গা ভূতলে অনীত হইয়। সগরের পুত্ৰগণের উদ্ধার করায় গঙ্গা তোমার জ্যেষ্ঠা কস্তারূণে ভাগীরথী নামে অভিহিত হইবেন।