পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । & 4 পদ্ম, বৰ্ত্তন৷lন পদ্ম হইতে আরও উত্তরে সমুদ্রের সহিত মিলিত হইয়াছিল। ভাগীরথী বা গঙ্গার সহিত তখন তাহার যোগ হয় নাই, বরঞ্চ তাহ বৰ্ত্তমান ব্ৰহ্মপুত্র নদের স্থান অধিকার করিয়াছিল বলিয়া অনুমান হয়। পরে সমুদ্রে দ্বীপস্বজন আরব্ধ হইলে সমুদ্রের একাংশ প্রাচীন পদ্মার সহিত মিলিত হইয়া নদীর আকার ধারণ করে ও বর্তমান পদ্ম হইয়া উঠে। প্রাচীন পদ্ম রামায়ণে নলিনী নামে অভিহিত হইয়াছে। রামায়ণে লিখিত আছে যে, ভগবান শঙ্কর মহারাজ ভগীরথের তপস্তায় প্রসন্ন হইয়া গঙ্গাকে স্বীয় জটাটবী হইতে বিন্দুসরোবরের অভিমুখে পরিত্যাগ করেন, তথা হইতে গঙ্গা সপ্তধারে প্রবাহিত হন । তাহার হলাদিনী, পাবনী, ও নলিনী নামে তিন স্রোত পুৰ্ব্ব দিকে, সুচক্ষু, সীতা ও সিন্ধু নামে তিন স্রোত পশ্চিম দিকে এবং অবশিষ্ট আর একটা স্রোত মহারাজ ভগীরথের পশ্চাৎ পশ্চাৎ চলিয়া সমুদ্রে পতিত হয়। * এই স্রোতই গঙ্গা বা ভাগীরথী। সুতরাং ভাগীরথী ও নলিনী যে দুইটী বিভিন্ন নদী, তাহ রামায়ণ হইতে প্রতিপন্ন হইতেছে। উক্ত নলিনী যে পদ্মার নামান্তর মাত্র, সে বিষয়ে সন্দেহ নাই । দেবীভাগবতে

  • “বিসর্জ ততো গঙ্গাং হরে বিন্দুঘর: প্রতি । তস্তাং বিহুজামাসায়াং সপ্তম্রোডাংসি জঞ্জিরে । হলাদিনী পাবনী চৈব নলিনী চ তথৈব চ। তিন্ত্র প্রাচীং শিং জগ,ঙ্গি শিবন্ধলা শুভী । স্বচক্ষুশ্চৈব সীতা চ সিন্ধুশ্চৈব মহানদী। তিন্ত্রশ্চৈতা দিশং জগ, প্রতীটাং তু দিশং শুভী । সপ্তমী চাম্বগ{ৎ ত{সtং ভগীরথরথং তদ ।”

घ्नt ! सूlलदt७ ! 8७ श्रृं म ।