পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । &> সমুদ্রে পতিত হন ।* ইহাতে এইরূপ অনুমান হয় যে, পদ্মাই গঙ্গার প্রথম প্রবাহ ছিল, পরে ভাগীরথীর উৎপত্তি হইয়াছে । ইহা সঙ্গত বলির মনে হয় না । ভাগীরথী পূৰ্ব্বে যে গঙ্গার প্রধান প্রবাহ ছিল, সে বিযয়ে সন্দেহ নাই । কৃত্তিবাসী রামায়ণ ও গঙ্গাভক্তিতরঙ্গিণী আধুনিক গ্রন্থ হওয়ায় তাহাদের উক্ত বিবরণে আস্থা স্থাপন করা যায় না । ফলতঃ গঙ্গা তাহার প্রাচীন প্রবাহ ভাগীরথী হইতে পূৰ্ব্ব মুখে সরিয়া ক্রমে পদ্ম পৰ্য্যস্ত বিস্তৃত হইয়াছে, ইহাই প্রকৃত বলিয়া বোধ হয়। ভাগী

  • “পদ্মনামে এক মুণি পুৰ্ব্বমুখে যায়।

ভগীরথ বলি গঙ্গা পশ্চাৎ গোড়ায় ॥ যোড়হাত করিয়া বলেন ভগীরথ । পুৰ্ব্বদিগ যাইতে আমার নহে পথ । পদ্মমুনি লয়ে গেল নাম পদ্মাবতী । ভগীরথের সঙ্গেতে চলিল ভাগীরথী ॥” কৃত্তিবাসী রামায়ণ, আদিকাণ্ড । ‘আসিতে তুতির কাছে, ভগীরথ পড়ে পাছে, শঙ্খাস্ত্রর করিল মোহিত । আগে শঙ্খ বাজাইয়া, চলিল গঙ্গারে নিয়া । ః 家 家 রাজা বলে লিবেদন, আছে দিক্ নিরূপণ, যাইতে যে হবে ম৷ দক্ষিণে ! - এ ষে পুৰ্ব্ব বহু দূর, ভুলাইল শশ্বাস্কর, ফিরে চল, দয়া করি ধীনে ॥ 警 崇 崇 সুতির নিকটে গঙ্গ। আইল ফিরিয়া । চলিল কিরাটকোণ দক্ষিণে রাখিয়া ॥ গঙ্গাভক্তিতরঙ্গিণী ।