পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२ মুর্শিদাবাদের ইতিহাস। রথীর পশ্চিমতীরস্থ বন্ধুর, ঈষৎ পীতবর্ণাভ ও কঙ্করময় কঠিন মৃত্তিক দেখিয়া পশ্চিম মুর্শিদাবাদের প্রাচীনত্বসম্বন্ধে বিশ্বাস দৃঢ় হইয়। উঠে, এবং ভাগীরথী তাহার বর্তমান প্রবাহ হইতে আরও পশ্চিমে যে প্রবাহিত ছিল না তাহাও প্রতিপন্ন হয় । আবার ভাগীরথীর পূৰ্ব্বতীরস্থ পললময়, আর্দ্র, সমতল ভূভাগ দেখিয়া তাহ যে ক্রমে ক্রমে চরভূমি হইতে উৎপন্ন হইয়াছে, ইহাও বেশ বুঝা যায়। ভাগীরথীর পশ্চিমতীরস্থ প্রাচীন হিন্দু রাজধানীগুলির চিহ্ন তাহার প্রাচীনত্বের সাক্ষ্য দিতেছে, এবং ভাগীরথী ও পদ্মার মধ্যস্থিত অসংখ্য বিল ও নদী তাহাদের স্থানপরিবর্তনের প্রমাণস্বরূপে অদ্যাপি বিদ্যমান রহিয়াছে। তবে নদীধৰ্ম্মানুসারে ভাগীরথীর প্রাচীন প্রবাহেরও পূৰ্ব্বে ও পশ্চিমে স্থানে স্থানে পরিবর্তনও ঘটিয়াছে। ভাগীরথী গঙ্গার প্রাচীন প্রবাহ হইলে মুর্শিদাবাদপ্রদেশ প্রাচীন কোন কোন জনপদের অন্তর্গত ছিল, তাহ বিভিন্ন বিভাগ অনায়াসে প্রতিপন্ন হইবে। পূৰ্ব্বে উল্লিখিত হই- কালে মূর্ণি আছে যে, প্রাচীন কাল হইতে প্রাচ্য ভারতবর্ষে "", অঙ্গ, বঙ্গ, পুণ্ড প্রভৃতি জনপদের উল্লেখ দেখা যায়। প্রাচীন গ্রন্থাদির বর্ণনায় এইরূপ অনুমান হয় যে, গঙ্গা বা ভাগীরথীর পশ্চিমে অঙ্গ ও পূৰ্ব্বে পুণ্ড ও বঙ্গ এই দুই রাজ্য অবস্থিত ছিল। বর্তমান মালদহপ্রদেশ পুণ্ড বলিয়া স্থির হয়, বঙ্গ তাহার দক্ষিণপূৰ্ব্ব ব্যাপিয় বিস্তৃত ছিল। সুতরাং মুর্শিদাবাদপ্রদেশের পশ্চিম ভাগ প্রাচীন কালে অঙ্গরাজ্যের ও পূৰ্ব্ব ভাগ বঙ্গরাজ্যের অন্তর্গত ছিল বলিয়া অনুমান হয়। রাঙ্গামাট পশ্চিম মুর্শিদাবাদের একটা প্রাচীন স্থান। তথায়