পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । も電 সমসাময়িক, সে বিষয়ে মতভেদ নাই। পশ্চিম মুর্শিদাবাদের রাঙ্গামাট কর্ণসুবর্ণ বলিয়া স্থিরীকৃত হইয়াছে। সুতরাং পশ্চিম মুর্শিদাবাদ যে গৌড়দেশস্থ কর্ণসুবর্ণবিভাগের অন্তর্গত ছিল, সে বিষয়ে কোনই সন্দেহ নাই, এবং পূর্ব মুর্শিদাবাদ সমতট বা বঙ্গের অন্তর্গত ছিল, ইহাও অনায়াসে বুঝা যাইতেছে। গৌড়, বঙ্গ বিভাগের পর আমরা মিথিলী, রাঢ়, উপবঙ্গ বা বাগড়ি, বঙ্গ ও বরেন্দ্র এই পাচ বিভাগের উল্লেখ দেখিতে পাই । এইরূপ শ্রত হওয়া যায় যে, বল্লালসেন দেব বঙ্গ বা গৌড় রাজ্যকে এই পাচ ভাগে বিভক্ত করিয়াছিলেন। উক্ত পাচ ভাগের মধ্যে রাঢ় প্রদেশ অনেক পরিমাণে অঙ্গ বা গৌড়ের স্থান অধিকার করে, এবং তাহা উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ় নামে বিভক্ত হয়।* ভাগীরথী, পদ্মা ও সমুদ্রের মধ্যস্থিত বদ্বীপ উপবঙ্গ বা বাগড়ি নামে অভিহিত হয়, সুতরাং এই বাগড়ি যে প্রাচীন বঙ্গের একাংশমাত্র তাহা বুঝা যাইতেছে। + রাঢ় বিভাগ সেন

  • দিগ্বিজয়প্রকাশে রাঢ়ের যে সীমানির্দেশ আছে অহা অংশিক বলিয়। Coii* श्रः, बृथुं----

“গৌড়স্ত পশ্চিমে তাগে বীরদেশষ্ঠ পূৰ্ব্বত: । দামোদরোত্তরে ভাগে রাঢ়দেশঃ প্রকীৰ্ত্তিতঃ ” এখানে গৌড়কে বাঙ্গলার প্রাচীন রাজধানী বুঝাইতেছে, ও বীরদেশ বীরভূমির নামান্তর বলিয়া বোধ হয়। কিন্তু মিথিলার পর হইতে গঙ্গা ও ভাসীসুধীর পশ্চিম উড়িষ্য পর্যান্ত সমস্ত প্রদেশই রাঢ় বলিয়। বিখ্যাত ।

  • এই বাগড়ি বরাহমিহিরপ্রভৃতির উল্লিখিত উগবঙ্গ বলিয়া বোধ হয়। বরাহমিহির বঙ্গ ও উপবঙ্গের পার্থক্য করিয়াছেন । দিগ্বিজয়প্রকাশে উপ

আগের যে সীমানির্দেশ আছে তাহাতে তাহৰে বাগড়ির একাংশ বলিয়া বোৰ হয় । যথা—