পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{! মুর্শিদাবাদের ইতিহাস । বংশের সময় হইতে প্রসিদ্ধ হইয় উঠিলেও, বহুপূৰ্ব্ব হইতে তাহার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। মেগাস্থিনিস গ্যাঙ্গ্যারিডি (Gangaridai) নামে এক জনপদের বর্ণনা করিয়াছেন । তিনি এইরূপ লিখিয়াছেন যে, যেখানে গঙ্গা উত্তর হইতে দক্ষিণবাহিনী, সেইখানে গঙ্গা ঐ জনপদের পুৰ্ব্বসীমা । ইহাতে তাহাকে রাঢ়দেশই বুঝাইতেছে, এবং তাহার গ্যাঙ্গ্যারিডি যে গঙ্গারাঢ়ী বা গঙ্গারাষ্ট্রের অপভ্রংশ তাহাও অনুমান করা অসঙ্গত মাহে । গঙ্গারাচীর অধীশ্বর অনন্ত বৰ্ম্ম বা কোলাহল কলিঙ্গ জয় করিয়াছিলেন, ইহা প্রস্তরফলকে লিখিত আছে । মনসরের শিলালিপি পাঠে জানা যায় যে, কুমারগুপ্তের রাজত্বকালে লড়ি দেশ হইতে একদল তন্তবায় দশপুর নগরে গিয়া বাস করে। সিংহলের প্রসিদ্ধ পলিগ্রন্থ মহাবংশে বঙ্গরাজ্যের অন্তর্গত লাঢ় নামক স্থানের বর্ণনা দৃষ্ট হয়। রাজেন্দ্র চোল দেবের তিরুমালয়ের শিলালিপিতে বঙ্গাল দেশ নামের সহিত তঙ্কণ লাড়ম ও উক্তির লাড়ম জনপদের উল্লেখ আছে। উক্ত লাঢ় রাঢ়, ও তঙ্ক লাড়ম ও উত্তির লাড়ম, দক্ষিণ রাঢ় ও উত্তর রাঢ় ব্যতীত অন্ত কিছুই নয়। প্রবোধচন্দ্রোদয় নাটকে অকুন্তম গৌড়রাজ্যে নিরুপমা রাঢ়াপুরীর কথা লিখিত আছে। সুতরাং রাঢ় প্রদেশ ভাগীরথ্যাঃ পূৰ্ব্বভাগে দ্বিযোজনতঃ পরে। পঞ্চযোজনপরিমিতে। হাপবঙ্গে। হি ভূমিপ ॥ উপবঙ্গে যশোরাদি দেশাঃ কামনসংযুতঃ। জাতৰা। নৃপশাল বহুলাহ নদীমুচ ” কিন্তু বাগড়ি ভাগীরথীর পূর্বপ্রান্ত হইতে সমুদ্র পর্যন্ত বিস্তৃত । সম্ভবতঃ সমস্ত বাগgিই পুর্কে উপলঙ্গ নামেই অভিহিত ছিল ।

  • প্রচার, ১ম । ৯পূ “গৌড়ং রাষ্ট্রমমুত্তম সিরুপমা তত্ৰাপি রাঢ়াপুরী ।”