পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ মুর্শিদাবাদের ইতিহাস । হইতে বুঝা যায় দে, ভগবানের পূৰ্ব্বেও পীঠ স্থানাদির প্রাধান্ত বিস্তৃত হইয়াছিল, কিন্তু তাহার সময় হইতে তাহাদের ঐতিহাসিক কাল আরব্ধ হয় বলিয়া স্থির করাই সঙ্গত । ইউরোপীয় পণ্ডিতগণের মতে ভগবান শঙ্করাচাৰ্য্য ৭৮৮ খৃষ্টাব্দে আবিভূত ছন, কিন্তু বলবন্তর প্রমাণের দ্বারা স্থির হয় যে, খৃঃ পূঃ ৪৬৯ অন্ধে ভগবান শঙ্করাচাৰ্য্য প্রাচুভূত হইয়াছিলেন । * সুতরাং খৃষ্ট জন্মের কিঞ্চিদুন ৪৫০ বৎসর পূর্বইইতে পীঠস্থান সমূহের মাহাত্ম্যপ্রকাশের ঐতিহাসিক কাল স্থির করা যাইতে পারে। তবে কিরীটেশ্বরীর ঐতিহাসিক কাল কোন সময় হইতে স্থির হয়, তাহাও বিবেচনার বিষয়। কারণ ভগবান শঙ্করাচার্য্যের সমর হইতেই যে সমস্ত পীঠস্থানেরই গ্রাধান্ত বিস্তৃত হইতে আরব্ধ হইয়াছিল, এরূপ অনুমান করা সঙ্গত নহে। ভগবান শঙ্করাচার্য্যের অব্যবহিত পরে গুপ্তবংশীয়গণ ভারতের সম্রাট হন। + পাটলীপুত্র উহাদের রাজধানী ছিল, ভারতের চতুর্দিকে র্তাহাদের সাম্রাজ্য বিস্তৃত হয়, রাঢ়, বঙ্গও তাহাদের অধিকারভুক্ত ছিল। পরে তাহাদের এক শাখা উত্তর রাঢ়ের অন্তর্গত কর্ণসুবর্ণে রাজধানী স্থাপন করেন। উক্ত কর্ণসুবর্ণ মুর্শিদাবাদের রাঙ্গামাটা হইতে অভিন্ন। গুপ্তসম্রাটগণ শক্তি-উপাসক ছিলেন। র্তাহীদের S BBBB BBBB BBBSKJDDDBB DBBD DDS DDD MBBB अटेदा । + তিন্ন ভিন্ন ইউরোপীয় পণ্ডিতগণের মতে ভিন্ন ভিন্ন সময় গুপ্তবংশের ब्रांछशब्रछ बलिग्ना श्ब्रि श्य । थांशtनब्र भएङ ५.टे छtग्रज्ञ किक्नूिन s•• বৎসর পূর্ব হইতে গুপ্তবংশের রাজত্বারস্ত হয়। এই গুপ্তবংশীয় ১ম চন্দ্রগুপ্তের সময় আলেকজাণ্ডার ভারতবর্ষ আক্রমণ করেন । সাহিঙ্কা ১৩০৫ সাল, মায, “যুধিষ্ঠিয়াবা ও গ্ৰীকবিজয়" নামক প্রবন্ধ দ্রষ্টব্য।