পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጻS মুর্শিদাবাদের ইতিহাস । বৈষ্ণব * ও র্তাহার পুৰ্ব্বপুরুষগণ কিরীটেশ্বরীর সেবক ছিলেন বলিয়। কথিত হইয়া থাকেন। মঙ্গল বৈষ্ণৰের সময় সুপ্রসিদ্ধ হোসেন সী গৌড়ের সিংহাসনে উপবিষ্ট ছিলেন। হিন্দুদেবদ্বেষী কালাপাহাড়কর্তৃক কিরীটেশ্বরীর বিশেষ কোন অনিষ্ট হইয়াছিল কি না তাহার কোনও প্রমাণ পাওয়া যায় না । মোগল রাজত্বকালে কিরীটেশ্বরীর গৌরব যে অক্ষুণ্ণ ছিল তাহারও যথেষ্ট প্রমাণ আছে। তাহার পর খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীতে, ষে সময়ে মুর্শিদাবাদ বাঙ্গল, বিহার উড়িষ্যার রাজধানী হইয় মহিমাশালী হইয় উঠে, সেই সময়ে কিরীটেশ্বরীর গৌরব প্রোজ্জ্বলভাবে দিগ দিগন্তে বিস্তৃত হইয় পড়ে। বঙ্গাধিকারী মহাশয়গণের যত্নে অষ্টাদশ শতাব্দীতে কিরীটেঅষ্টাদশ শ্বরীর মহিমা বিস্তৃত হয়। বঙ্গাধিকারিগণ বাঙ্গলার nsing , রাজস্ববিভাগের প্রধান কাননগো পদে নিযুক্ত হইতেন। নবাব মুর্শিদকুলি জাফর খার সময়ে বঙ্গাধিকারিবংশীয় দর্পনারায়ণ প্রধান কাননগো পদে নিযুক্ত ছিলেন। তিনি মুর্শিদকুলি খার দেওয়ানী অবস্থায় তাহার সহিত ঢাকা হইতে মুর্শিদাবাদে উপস্থিত হন, ও তাহার অপর পারে ডাহাপাড়ায় অবস্থিতি করেন। উক্ত ডাহাপাড়া হইতে কিরীটেশ্বরী সাৰ্দ্ধ ক্রোশ পশ্চিমে অবস্থিত। ডাহাপাড়ায় অবস্থান করিয়া দর্পনারায়ণ কিরীটেশ্বরীর উন্নতিসাধনে যত্নবান হন। বঙ্গাধিকারিগণ পূৰ্ব্ব হইতেই কিরীটেশ্বরীর সেবার ভারপ্রাপ্ত * মঙ্গল বৈষ্ণৰ নবদ্বীপে মহাপ্রভুর সহিত সাক্ষাতের পর अशशबथङ्क শিষ্যত্ব স্বীকার করিয়৷ বৰ্দ্ধমান জেলার কাদর নামক গ্রামে বাস করেন, তাহার পৌত্র বদনটা ঠাকুর প্রসিদ্ধ মনোহরসহ সংকীৰ্ত্তনের প্রবর্তৰ ।