পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০০
মুর্শিদাবাদ-কাহিনী

করিয়া লন। মোরাদবাগও ভাগীরথীর পশ্চিম তীরে এবং হীরাঝিলের নিকটে অবস্থিত ছিল। পর প্রবন্ধে হীরাঝিল ও মোরাদবাগের বিবরণ লিখিত হইতেছে।

 মোতিঝিলের তীরস্থ ভূভাগ তিন দিকে সলিলবেষ্টিত হওয়ায় অত্যন্ত সুরক্ষিত ছিল। ১৭৬৩ খ্রীঃ অব্দের ২৪শে জুলাই মীর কাসেমের সৈন্যগণ ইংরেজদিগের হস্ত হইতে মুর্শিদাবাদ রক্ষার জন্য মেতিঝিলে শিবির সন্নিবেশ করে; কিন্তু মেজর আডাম্‌সের অধীন ইংরেজসৈন্য-কর্তৃক তাঁহারা পরাজিত হইলে, নগরাধ্যক্ষ সৈয়দ মহম্মদ খাঁ সূতীতে পলায়ন করেন। ইংরেজরা মুর্শিদাবাদ অধিকার করিয়া মীরজাফরকে পুনর্বার সিংহাসন প্রদান করেন। ইংরেজরাজত্বের প্রারম্ভে মোতিঝিলের প্রাসাদে প্রতি বৎসর পুণ্যাহ সম্পন্ন হইত। ইংরেজদিগের দেওয়ানী গ্রহণের পর, ১৭৩৬ খ্রীঃ অব্দের ২৯শে এপ্রিল মোতিঝিলে প্রথম পুণ্যাহ হয়।[১] নবাব নজমউদ্দৌলা সুচারু পরিচ্ছদ ধারণ করিয়া নানাবিধ হীরা ও মণিমাণিক্যখচিত অলঙ্কারে বিভূষিত হইয়া বাঙ্গালা, বিহার, উড়িষ্যার নবাব-নাজিমরূপে মসনদে উপবিষ্ট হন। ক্লাইব বাঙ্গলা, বিহার, উড়িষ্যার দেওয়ানের প্রতিনিধিরূপে তাঁহার পার্শ্বে উপবেশন করিয়াছিলেন। জগৎশেঠ, মহম্মদ রেজা খাঁ ও অন্যান্য অমাত্য ও প্রধান কর্মচারিবর্গ, বহুমূল্য পরিচ্ছদে সজ্জিত হইয়া আপন আপন স্থানে উপবিষ্ট হন। বাঙ্গলার যাবতীয় রাজা ও জমিদারবর্গ, করহস্তে দণ্ডায়মান ছিলেন। চোপদার ও সৈন্যগণ, নিশান হস্তে দণ্ডায়মান ছিল; মোতিঝিলে অসংখ্য তরণী সুসজ্জিত হইয়া শোভা পাইতেছিল।

 ১৭৬৭ খ্রীঃ অব্দে অধিকতর ধূমধামের সহিত পুণ্যাহ ক্রিয়া সম্পন্ন হয়। তৎকালে নবাব সৈফ উদ্দৌলা বহুমূল্য পরিচ্ছদে ভূষিত হইয়া মসনদোপরি উপবিষ্ট হন এবং গবর্নর ভের্লেস্ট্‌ তাঁহার দক্ষিণ পার্শ্বে উপবেশন করেন। এই ভের্লেস্ট কর্মচারী ও জমিদারদিগকে তুতবৃক্ষের কৃষির জন্য উৎসাহ প্রদানার্থ পীড়াপীড়ি করিয়াছেলেন। ১৭৭২ খ্রীঃ অব্দ পর্যন্ত মোতিঝিলে পুণ্যাহ হইয়াছিল। উক্ত বৎসর রাজস্ববিভাগ মুর্শিদাবাদ হইতে কলিকাতায় অন্তরিত হয়। ইহার পূর্ব হইতেই পুণ্যাহের ধূম অনেক পরিমাণে কমিয়া যায়। ক্লাইব এই উৎসব রক্ষার জন্য অনেক যত্ন করিয়াছিলেন; এমন কি, তিনি ইহার জন্য স্বতন্ত্র অর্থসংগ্রহের চেষ্টায়ও ছিলেন। কিন্তু ডিরেক্টরগণ ১৭৬৯ খ্রীঃ অব্দে খেলাত দিতে নিষেধ করায় পুণ্যাহের ধূম মন্দীভূত হয়। এই পুণ্যাহে পূর্বে ২,১৬,৮৭০ টাকার খেলাত বিতরিত হইত।[২]

 সার জন্‌ শোর ১৭৭১ হইতে ১৭৭৩ অব্দ পর্যন্ত মোতিঝিলে বাস করিয়াছিলেন। এইখানে তিনি প্রাচ্য ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। তিনি এইরূপ লিখিয়াছেন যে, এইখানে বাস করিয়া কপোতের মধুর শব্দ, কোকিলের

  1. Long’s selection, p. 439.
  2. ঐ সকল খেলাতের মধ্যে গবর্ণর ও কাউন্সিলের জন্য ৪৬,৭৫০ টাকার, নিজামতের জন্য ৩৮,৮০০ টাকার, খালসার কর্মচারিগণের জন্য ২২,৬৩৪ টাকার, নদীয়ার রাজাকে ৭,৩৫২ টাকার, বীরভূমের রাজাকে ১২০০ এবং বিষ্ণুপুরের রাজাকে ৭৩৪ টাকার খেলাত দেওয়া হইত।