পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১১৮
মুর্শিদাবাদ-কাহিনী

প্রতি প্রয়োগ করলে শোভা পাইত।”[১] জননীর প্রতি এইরূপ শ্লেষবাক্য শুনিয়া সিরাজ ক্লোধে উন্মত্ত হইয়া উঠিলেন এবং তাহাকে একটি প্রকোষ্ঠে বদ্ধ করিয়া তাহার দ্বার ইষ্টক দ্বারা চিররুদ্ধ করিবার আদেশ দিলেন। হতভাগিনী গৃহাবদ্ধ হইয়া মারমিয়নের কনস্টান্টের ন্যায় আপনার জীবলীলার শেষ করিল। তিন মাস পরে সে দ্বার উন্মুক্ত হইলে দেখা গেল, তাহার কঙ্কালাবশিষ্ট দেহ পড়িয়া রহিয়াছে এবং তাহার কৃশাঙ্গের জন্য সে কঙ্কাল দেখিয়া কাহারও মনে বীভৎস ভাবের উদয় হয় নাই।

  ফৈজীর বিশ্বাসঘাতকতায় রমণীজাতির উপর সিরাজের আন্তরিক ঘৃণা উপস্থিত হয়। কিন্তু তিনি যখন লুৎফ উন্নেসার হৃদয় পরীক্ষা করিতে লাগিলেন, তখন দেখিলেন যে, সে হৃদয় আটল! তাহার প্রবাহ কেবল একই দিকে প্রবাহিত হয়। ফৈজীর হৃদয় যেরূপ পৈশাচিক, লুৎফ উন্নেসার হৃদয় ততোধিক পবিত্র; তাই লুৎফ উন্নেসার প্রতি তাঁহার অগাধ ভালবাসা দেখিতে পাওয়া যায় এবং তিনিই সিরাজের প্রিয়তমা মহিষী বলিয়া ইতিহাসে উল্লিখিত হইয় থাকেন।

 প্রসঙ্গক্রমে একটি কথা বলিয়া রাখি, লুৎফ উন্নেসা অথবা ফৈজী কেহই সিরাজের বিবাহিতা স্ত্রী নহেন। সিরাজের বিবাহিতা স্ত্রীর নাম ওমদাং উন্নেসা।[২] তিনি কোন সন্ত্রান্ত ব্যক্তির কন্যা; তাহার পিতার নাম মির্জা ইরাজ খাঁ। প্রথমে আলিবদা ঁতাঁর জ্যেষ্ঠ ভ্রাতা হাজী আহম্মদের দৌহিত্রী, আতাউল্লা খাঁর কন্যার সহিত সিরাজের বিবাহ স্থিরীকৃত হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে কন্যাটি কাল-কবলে পতিত হওয়ায়,

  1. সিরাজের মাতা ও মাতৃস্বসার সহিত হোসেন কুলী খাঁর অবৈধ প্রণয়ের কথা প্রচলিত থাকায়, ফৈজী সিরাজকে ঐকূপ মর্মস্পশা ঁউত্তর প্রদান করিয়াছিল।
  2. সিরাজের কয়টি স্ত্রী ছিলেন, তাহ স্থির করা যায় না। কেবল তিন বা চারি জনেরই উল্লেখ দেখিতে পাওয়া যায়, (১) ওমদাং উন্নেসা, ইনি তাঁহার বিবাহিতা পত্নী (ইরাজ খাঁর কন্যা); (২) লুৎফ উন্নেসা; (৩) ফৈজী; (৪) মোহনলালের ভগিনী; বেভারিজের মতে লুৎফ উন্নেসা ও ওমদাং উন্নেসা একই। কিন্তু ইহা তাহার ভ্রম। নিজামত Record-এ আছে যে, ওমদাং উন্নেসা ১৭৯১ খ্রীস্টাব্দের আগস্ট মাসে গবন মেণ্টের নিকট মাসহারাবৃদ্ধির প্রার্থনা করিয়া বলেন যে, তিনি প্রথমে মাসে ৫oo টাকা পাইতেন, হেস্টিংস ৪৫০ টাকা করিয়া দেন, এক্ষণে ৩২৫ টাকা হইয়াছে। আমরা পূর্বে উল্লেখ করিয়াছি যে, লুৎফ উন্নেসা ১৭৮৯ খ্রীঃ অব্দে মুfশদাবাদে অবস্থিতি করিতেছিলেন। তাহার মাসহারা সম্বন্ধে আমরা অন্য বিবরণ জ্ঞাত হই। লুৎফ উন্নেসা মাসে ১০০ টাকা পাইতেন, তদ্ব্যতীত আলিবর্দী ও সিরাজ প্রভৃতির সমাধিস্থল খোসবাগের তত্ত্বাবধানের ভার তাহার হস্তে ন্যস্ত থাকায়, তিনি তাহার জন্য আরও ৩০৫ টাকা অধিক পাইতেন। এতদ্ভিন্ন আজিমাবাদস্থ হাজী আহম্মদের সমাধির তত্ত্বাবধানেরও ভার তাহারই হস্তে ছিল। গ্যাস্ট্রেল ১০০ টাকার স্থলে ১০০০ লিখিয়াছেন। ওমদাং উন্নেসার ৫০০ টাকা প্রভৃতির সহিত লুৎফ উন্নেসার ১০০ টাকার কোন মিল নাই। ওমদাং উন্নেসা যে সিরাজের বিবাহিত পত্নী ও ইরাজ খাঁর কন্যা তাহার যথেষ্ট প্রমাণ আছে। Board of Revenue-aş Proceeding-a? NIRRF “T” ER BUR« (Ron WTF! আমরা ১৭৮০ খ্রীঃ অব্দের Miscellaneous Index-এর একটি স্থল উদ্ধৃত করিতেছি। “Jageer—Jessore. Application from Umdat-ul Nissa Begum, daughter of Mirza or Nabab Muhomed Ariffee cawn or Eretch Khan, and widow of Seroje-ul-dowlah, for continuance to her the jageers enjoyed by her husband in the district Committee desired by Government to furnish them with their opinion, on the applicant's claim with a list of the family continuance of the jageers to the daughters of the Nabab for the support of his family, authorized by Government. (15th June) 5 (7th August). ওমদাৎ উন্নেসা ও লুৎফ উন্নেসা সম্ভবতঃ দুইজনেই খোসবাগে সমাহিত হইয়াছিলেন।