পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লুৎফ উন্নেসা
১১৯

আলিবর্দী মির্জা ইরাজ খাঁর কন্যার সহিত সিরাজের বিবাহ দেন। এই বিবাহ মহাসমারোহে সম্পন্ন হয়। মুতাক্ষরীনে ইহা বিশেষরূপে বণিত হইয়াছে। আমরা যেরূপ দেখিতে পাই, তাহাতে সিরাজ লুৎফ উন্নেসা ব্যতীত আর-কাহাকেও যে অধিক ভালবাসিতেন, এরূপ বোধ হয় না। সিরাজের অন্যান্য ভার্যার সহিত তাঁহার যে বড় বিশেষ সম্বন্ধ ছিল, তাহা আমরা জ্ঞাত নহি। যেখানে তাঁহার বেগমের উল্লেখ দেখিতে পাই, সেইখানে লুৎফ উন্নেসা ব্যতীত আর কাহারও নির্দেশ দেখিতে পাওয়া যায় না। ফলতঃ সুখে-দুঃখে সকল সময়ে সিরাজ লুৎফ উন্নেসাকে আপনার সহচরী করিতেন। সিরাজ যে সকল সময়েই লুৎফ উন্নেসাকে নিজ সঙ্গিনী করিতেন, তাহার অনেক দৃষ্টান্ত দেখা যায়। এক সময়ে একটি ঘটনার উল্লেখ করা যাইতেছে। সিরাজ বরাবরই অত্যন্ত চঞ্চলচিত্ত ছিলেন। যে তাঁহাকে যে-দিকে লওয়াইত, তিনি সেই দিকেই নত হইয়া পড়িতেন। সিরাজের পিতা জৈনুদ্দীন আফগানদিগের হস্তে অতি নিষ্ঠুর ভাবে নিহত হইলে নবাব আলিবর্দী খা ঁসিরাজকে পাটনার শাসনকর্তার পদ দিয়া রাজা জানকীরামকে তাহার সহকারিরূপে নিযুক্ত করেন। কিন্তু সিরাজ অল্পবয়স্ক ও আলিবর্দীর অত্যন্ত প্রিয়পাত্র; এজন্য নবাব সিরাজকে আপনার নিকটেই রাখিতেন। কার্যতঃ রাজা জানকীরামই পাটনা শাসন করিতেন। মেহেদী নেসার খা ঁনামক একজন কর্মচারী সিরাজকে এইরূপ বুঝাইয়া দেয় যে, নবাব সিরাজকে মিথ্যা আশা দিয়াছেন; নতুবা তিনি সিরাজকে প্রকৃতপ্রস্তাবে পাটনা শাসন করিতে দিতেছেন না কেন? সিরাজ তাহাতেই বিশ্বাস করিয়া মেহেদী নেসারের সহিত জানকীরামের নিকট হইতে পাটনা অধিকারের জন্য অগ্রসর হইলেন। এই সময়ে তিনি সঙ্গে আর কাহাকেও লন নাই, কেবল লুৎফ উন্নেসা ও তাঁহার মাতাকে নিজ যানে লইয়া পাটনা যাত্রা করেন। উক্ত যান দিনে ৩o|৪o ক্রোশগামী দুইটি সুন্দর বলীবর্দ দ্বারা চালিত হইত।[১] সিরাজের এইরূপ হঠকারিতায় মেহেদী নেসার খাঁ

  1. মুস্তাফা সেই বলীবর্দ দুইটি দেখিয়াছেন বলিয়া উল্লেখ করিয়াছেন। মীরজাফর মসনদে বসার পর সে দুইটি কাশীমবাজার কুঠির রেসিডেন্ট ওয়াটস সাহেবকে প্রদান করা হয়। মুস্তাফা নিজ মধ্যমাঙ্গুলির অগ্রভাগ দিয়া তাহদের ককুৎ স্পর্শ করিতে চেষ্টা করিয়াছিলেন, কিন্তু