পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১২৪
মুর্শিদাবাদ-কাহিনী


অনুমতি দেওয়া হয়। যে নবাব আলিবর্দী খাঁর আদর্শ শাসনে বঙ্গের প্রজাগণ বিঘ্নরাশির মধ্যেও শাস্তিলাভে সমর্থ হইয়াছিল, তাঁহার পরিবারবর্গের এরূপ দুর্দশা যে অতীব কষ্টজনক, তাহাতে অণুমাত্র সন্দেহ নাই। তাঁহারা ঢাকায় নির্বাসিত হইয়া অতি কষ্টে দিন যাপন করিতে লাগিলেন। সেই রাক্ষসপ্রকৃতি মীরণ ইহাতেও সন্তুষ্ট না হইয়া আলিবর্দীর কন্যাদ্বয়কে জলমগ্ন করিতে আদেশ প্রদান করে, তাহার সে আজ্ঞাও প্রতিপালিত হইয়াছিল।[১]

 কিছুকাল ঢাকায় বাসের পর লুৎফ উন্নেসা ইংরেজদিগের যত্নে মুর্শিদাবাদে পুনরানী্তা হইয়া, নবাব আলিবর্দী ও সিরাজের সমাধি খোসবাগের তত্ত্বাবধানে নিযুক্ত হন। উক্ত তত্ত্বাবধানের জন্য মাসিক ৩o৫ টাকা নিদিষ্ট ছিল; তদ্ভিন্ন তিনি মাসিক ১০০ টাকা বৃত্তিও পাইতেন।[২] আজিমাবাদস্থ হাজী আহম্মদের সমাধির তত্ত্বাবধানের ভারও তাহার প্রতি অপিত হইয়াছিল। সেই সময়ে তাহার শোচনীয় অবস্থার কথা স্মরণ করিলে, পাষাণেরও হৃদয় বিগলিত হয়। তাহার প্রিয়তম স্বামী এক্ষণে ধরণীগর্ভে শায়িত; অন্যান্য আত্মীয়-স্বজনও একে একে অনন্তপথে যাত্রা করিয়াছেন; আজ তিনি এই বিশাল বিশ্বে একাকিনী,—একটিমাত্র বালিকা কন্যা অবলম্বন। এইরূপ অবস্থায় তিনি প্রতিদিন স্বামীর সমাধি পূজা করিতে আসিতেন। রৌপ্য ও স্বর্ণময় পুষ্পখচিত কৃষ্ণবর্ণ বস্ত্রদ্বারা সে সমাধি আচ্ছাদিত ছিল; তিনি তথায় প্রতিনিয়ত দীপ প্রজ্বলিত করিয়া দিতেন এবং উদ্যানের সুগন্ধি কুসুমসকল চয়ন করিয়া, সেই অশুজলসিক্ত কুসুমরাশি প্রিয় পতির সমাধির উপর নিক্ষেপ করিতেন। সেই সময়ে বক্ষঃস্থলে করাঘাত করিতে করিতে তিনি

  1. কেহ কেহ বলেন যে, লুৎফ উন্নেসা, তাহার কন্যা ও সিরাজের কনিষ্ঠ ভ্রাতা এক্লাম উদৌলার পুত্র মোরাদউদৌলাকেও নিহত করা হয়। Holwell's India Tracts, p. 41-42, also Wansitart's Narratives. Vol. I, p. 52). Long-ও ইহাই লিখিয়াছেন; তিনি লুৎফ উন্নেসার স্থলে Suffen Nissa Begum লিখিয়াছেন, (Long's Selection, p. 223.) কিন্তু মুতাক্ষীনে কেবল ঘসেটী ও আমিনারই জলমগ্ন হওয়ার কথা আছে। মীরণ তাঁহাদিগের প্রতি ষড়যন্ত সন্দেহ করিয়া জলমগ্ন করিতে আদেশ দেয়। এইরূপ প্রবাদ আছে যে, তাঁঁহারা মৃত্যুকলে মীরণকে বজ্রাঘাতে মরিবার জন্য অভিসম্পাত করিয়া যান, এবং মীরণের নাকি তাহাতেই মৃত্যু হয়। মীরণের মৃত্যু সন্দেহজনক বলিয়া অনেকের বিশ্বাস। লুৎফ উন্নেসা ঢাকা হইতে মুর্শিদাবাদে পুনরানীতা হন। মুস্তাফা তাঁহাকে ১৭৮৯ খ্রীঃ অব্দে মুর্শিদাবাদে অবস্থিতি করিতে দেখিয়াছেন। খোসবাগে আজিও লুৎফ উন্নেসার সমাধি আছে। মোরাদ উদ্দৌলাকেও মুস্তাফা মুfশদাবাদে দেখিযাছেন (Mutaqhern, Vol. I, p. 643) লুৎফ উন্নেসার কন্যা উম্মত জহুরাবংশীযের অনেকদিন পর্যন্ত পেন্সন পাইষাছিলেন। অদ্যাপি সে বংশের মালবার বেগম ও জাফর কুলী খা ঁনামক দুইজন জীবিত আছেন।
  2. গ্যাস্ট্রেল সাহেব লিখিয়াছেন যে, লুৎফ উন্নেসা মাসিক ১০০০ টাকা পাইতেন; কিন্তু আমরা তাহার কন্যা উম্মত-জহুরাবংশীয়দিগের কাগজপত্র হইতে জানিতে পাইয়াছি, তাহা ১০০ টাকা মাত্র ছিল। [পরিশিষ্ট দ্রষ্টব্য]