পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পলাশী
১৩১

মনকরায়, তৎপরে দাদপুরে, অবশেষে ইংরেজদিগের আসিবার প্রায় ১২ ঘণ্টা পূর্বে পলাশীতে আসিয়া শিবির সন্নিবেশ করেন।[১]

 পলাশীর যে-আম্রকুঞ্জমধ্যে ইংরেজের আসিয়া আশ্রয় গ্রহণ করেন, তাহা উত্তরদক্ষিণে দৈর্ঘ্যে প্রায় ১৬ শত হস্ত, এবং প্রস্থে পূর্ব-পশ্চিম প্রায় ৬ শত হস্ত। এই কুঞ্জে শ্রেণীবদ্ধ আম ও অন্যান্য বৃক্ষশাখা বিস্তার করিয়া ইংরেজ সৈন্যদিগকে আচ্ছাদন করিয়া রাখিয়াছিল। ভাগীরথী তৎকালে বড় অধিক দূরে ছিলেন না। কুঞ্জটি চারিদিকে একটি অল্প পরিসর খাদ ও একটি অনতি-উচ্চ বাধ দ্বারা বেষ্টিত হইয়া বিরাজ করিতেছিল। কুঞ্জের উত্তর দিকে নদীতীরে নবাবের একটি শিকারমঞ্চ ছিল। এইখানে ভাগীরথী অত্যন্ত বক্তৃতা অবলম্বন করিয়াছিলেন, দুইটি বড় বড় বাঁক নৌকারোহিগণের গতায়াতের বড়ই বিলম্ব ঘটাইত। শিকার-মন্টের নিকটস্থ। বাকটি অপেক্ষাকৃত অল্প দূর বিস্তৃত ছিল। কিন্তু তাহার উত্তর-পশ্চিমে তদপেক্ষা আর একটি অশ্বপদাকৃতি প্রশস্ত বক একটি উপদ্বীপের সৃষ্টি করিয়াছিল। সে স্থলে ভাগীরথীর উভয় মুখের ব্যবধান অর্ধক্রোশেরও এক-চতুর্থাংশমাত্র হইবে। রায়দুর্লভ হুগলী হইতে পলাশীতে গমনপূর্বক এখানে আম্রকুঞ্জের উত্তরে শিবির সন্নিবেশ করিয়াছিলেন। তাহার শিবিরের দক্ষিণ দিকের পরিখ হইতে কুঞ্জের ব্যবধান বড় অধিক দূর ছিল না। উক্ত পরিখা দক্ষিণ দিকে ভাগীরথী তীর হইতে আরম্ভ করিয়া পূর্বমুখে ৪ শত হস্ত পর্যন্ত গমন করে, পরে উত্তর-পূর্বে প্রায় ৩ মাইল পর্যন্ত বিস্তৃত হয়। ভাগীরথী-বেষ্টিত উপদ্বীপটি এই পরিখার অন্তর্ভুক্ত হইয়া পড়ে।

 নবাব উপস্থিত হইলে, তাহার সমস্ত সৈন্য এই পরিখার মধ্যে শিবির সন্নিবেশ করিল। পরিখার সম্মুখে একটি বুরুজ নির্মাণ করিয়া, তাহাতে কামান সকল স্থাপিত হইল। পরিখার বাহিরেও বুরুজ হইতে প্রায় ৬ শত হস্ত পূর্বে একটি বাচ্ছন্ন পাহাড়ী বা উচ্চভূমি ছিল। পাহাড়ী ও বুরুজ হইতে ১৬ শত হস্ত দক্ষিণে একটি ছোট পুষ্করিণী এবং তাহা হইতে ২ শত হস্ত আরও দক্ষিণে কুঞ্জের নিকটে একটি অপেক্ষাকৃত বৃহৎ পুষ্করিণী আপনাদিগের অনতি-উচ্চ পাহাড়ীবেষ্টিত হইয়া প্রান্তরবক্ষে বিরাজিত ছিল। ২৩শে জুন প্রাতঃকালে নবাব-সৈন্য শিবির হইতে বহির্গত হইয়া, কুঞ্জাভিমুখে যাত্রা করিয়া সমস্ত প্রান্তর বেষ্টন করিয়া দণ্ডায়মান হইল। সিনফ্রে বা সেন্ট ফ্রায়াস নামে একজন ফরাসী গোলন্দাজ সেনাপতির অধীন কতিপয় ফরাসী সৈন্যের সহিত নবাবসৈন্যের কিয়দংশ আম্রকুঞ্জের সন্নিহিত বৃহত্তর পুষ্করিণীর নিকট উপস্থিত হইল। তাহাদের পশ্চাঁদ্ভাগে মীরমদন এবং মীরমদনের পশ্চাৎ মোহনসাল অবস্থিতি করিতে লাগিলেন। তাহাদের দক্ষিণ পার্শ্বে অর্থাৎ পূর্ব দিকে বনাচ্ছন্ন পাহাড়ীর অব্যবহিত দক্ষিণ-পূর্ব হইতে আরম্ভ করিয়া আম্রকুঞ্জ অতিক্রমপূর্বক

  1. Orme, Vol. II, p. 172.