পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৩৪
মুর্শিদাবাদ-কাহিনী

বিচলিত না হইয়া, আপনার অধীন অল্পসংখ্যক সৈন্য লইয়াই ইংরেজদিগের গতিরোধ করিলেন। তিনি ক্রমে ক্রমে পশ্চাৎ হটিয়া নবাবের বুরুজ, পরিখাভ্যন্তর এবং পাহাড়ী হইতে কমান্বয়ে গোলাগুলি চালাইতে লাগিলেন। কোন কোন ঐতিহাসিক বলিয়া থাকেন যে, পলাশীযুদ্ধের মধ্যে এইটুকুই প্রকৃত যুদ্ধ।[১] সিনৃফ্রে শত চেষ্টা করিয়াও ইংরেজদিগের গতিরোধ ও নবাবকে রক্ষা করিতে পারিলেন না। অপরাহু পাঁচঘটিকার সময় ইংরেজরা নবাবের পরিখাবেষ্টিত শিবির অধিকার করিলেন। কিন্তু | সিরাজ ইতিপূর্বেই উষ্ট্রে আরোহণ করিয়া মুর্শিদাবাদ অভিমুখে যাত্রা করিয়াছিলেন।

 এইরূপে পলাশীযুদ্ধের অবসান হইল। এই যুদ্ধে নবাবের ৩৫ হাজার পদাতি, ১৫ হাজার অশ্বারোহী ও ৫৩টি কামান উপস্থিত ছিল।[২] তাহাদের মধ্যে প্রায় ৪৫ হাজার সৈন্য বিশ্বাসঘাতক সেনাপতিত্রয়ের নেতৃত্বে অবস্থিতি করে। ইংরেজদিগের ১ শত ইউরোপীয়, ১ শত পোসী ও ২১ শত সিপাহী মাত্র ছিল। ইংরেজদিগের নাকি ৭০ জন মাত্র হত ও আহত হয়।[৩] ২৩-এ জুন রাত্রিতে ক্লাইব পলাশীপ্রান্তর হইতে প্রায় তিন কোশ উত্তরে দাদপুরে আসিয়া শিবির সন্নিবেশ করিলেন। পর দিন প্রাতঃকালে মীরজাফর দাদপুরে ক্লাইবের সহিত সাক্ষাৎ করিলে, ক্লাইব তাহাকে বাঙ্গলা বিহার উড়িষ্যার নবাব বলিয়া অভ্যর্থনা করেন। দাদপুর হইতে প্রথমে মীরজাফর, তৎপরে ইংরেজের মুর্শিদাবাদ অভিমুখে অগ্রসর হন। ২৫-এ জুন ক্লাইক বহরমপুরের নিকট মাদাপুরে শিবির সন্নিবেশ করিয়া, ২৯-এ জুন পর্যন্ত কাশীমবাজারে অবস্থান করেন; অনন্তর সেই দিবসেই মুর্শিদাবাদে উপস্থিত হইয়া, মীরজাফরকে সিংহাসনে উপবেশন করাইয়াছিলেন।

 আমরা সংক্ষেপে পলাশী যুদ্ধের বিবরণ প্রদান করিলাম। ইহা হইতে পলাশীক্ষেত্রে নবাবের সহিত ইংরেজদিগের কিরূপ যুদ্ধ হইয়াছিল, সাধারণ তাহ৷ উত্তমরূপে বুঝিতে পারিবেন। নিরপেক্ষ ব্যক্তিমাত্রেই স্বীকার করিয়া থাকেন যে, পলাশীতে

  1. Malleson's Lord Clive, p. 270.
  2. নবাবের সৈন্যসংখ্য লইয়া মতভেদ দৃষ্ট হয। Malleson, ৩৫ হাজার পদাতি, ১৫ হাজার অশ্বারোহী ও ৫০টি কামানের উল্লেখ করিয়াছেন। Orme ৫০ হাজার পদাতি, ১৪ হাজার অশ্বারোহী ও ৫০টি কামানের কথা বলেন। Scrafton ৫০ হাজার পদাতি, ২০ হাজার অশ্বারোহী ও ৫০টি কামানের কথা বলিয়াছেন। (Scrafton’s Reflection, pp. 85-86.)
  3. ইংরেজদিগের ৭০ জন মাত্র হত ও আহত হওয়ার কথা ইংরেজরাই বলিয়া থাকেন। একজন নিরপেক্ষ ইংরেজ সে সম্বন্ধে একটু ব্যঙ্গপূর্বক এইরূপ লিখিয়াছেন। "Happy it was for the company that this numerous army made so little resistance that, according to Mr. Scrafton there were only seventy men killed and wounded.” (Bolt's Consideration on Indian Affairs, Pt. I, p. 40)