পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৩৬
মুর্শিদাবাদ-কাহিনী

পলাশীযুদ্ধের অবতারণা করিয়াছেন, তাহাতে পলাশীযুদ্ধের নাম ইতিহাসে চিরকলঙ্কিত হইয়া থাকিবে। ৯ই ফেব্রুয়ারীর সন্ধির পর হইতেই সিরাজ সন্ধিবিরুদ্ধ কোন কার্যই করেন নাই। কিন্তু ইংরেজের কৌশলপূর্বক পদে পদে সন্ধিভঙ্গ করিয়া, বিশ্বাসঘাতকদিগের সাহায্যে সিরাজের সর্বনাশসাধন করিয়াছেন।

 কোন ইংরেজ লেখক বলিয়াছেন,—'যে গরজের জন্য রাজনৈতিক বিষয়ে সমস্ত শপথসন্ধি প্রভৃতি অতিক্রান্ত হয়, সেই গরজবশতঃ ইস্টইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধিগণ পূর্বকৃত সন্ধির প্রায় তিন মাস পরে ঈশ্বরের আশীর্বাদে সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করিয়া অপর আর একজনকে তাহা প্রদান করিতে কৃতসঙ্কল্প হইয়াছিলেন।[১] of. It was only when treason had done her work, when treason had driven the the Nuwab from the field, when treason had removed his army from its commanding position, that Clive was able to advance without the certainty of being annihilated, Plassey then, though a decisive, can never be considered a great battle.” (Malleson's Decisive Battles of India-Plassey. p. 73)

 বিশ্বাসঘাতকতার জন্য পলাশীতে যে ইংরেজের৷ জয়লাভ করিয়াছিলেন, ইহা নিরপেক্ষ ঐতিহাসিকমাত্রেরই মত। আমরা আর একজন ইংরেজ লেখকের উক্তি উদ্ধৃত করিতেছি:

 “It was also stipulated, that these treasonable arrangements should only take place when Meer Jaffier should have foully betrayed his master in the field. This memorable instance of perfidy was acted in the grove of Plassey, (June 26, 1757) where the standard of rebellion was hoisted, and where a few hundreds of British soldiers are said to have acquired immortal honour, by facilitating the sanguinary machinations of traitors against the dominion and life of their lawful sovereign, by taking advantage of an enemy thrown into confusion and convulsed by the death or desertion of its officers, and by deluging the plains with the blood of an unwieldy multitude, without arms, union, confidence, or discipline, and equally incapable of resistance or retreat. * “In this manner was fought the celebrated battle of Plassey. Truth will ascribe the achievement to treachery: when the lustre of the actors ceases to give brilliancy to the fact. It was no new mode of displaying military heroism, and Clive was but a servile imitator in making the experiment, first to bribe the general, and then to massacre the troops.” (Transactions in India, pp. 35-37) লেখকের উত্তিতে পলাশীযুদ্ধের তারিখটি ভ্রমক্রমে ২৩শে জুনের স্থলে ২৬-এ জুন লিখিত হইয়াছে। সম্ভবতঃ উহ মুদ্রাকরপ্রমাদ।

  1. “Necessity which in politics usually supersedes all oaths treaties or forms whatever, induced the English East India Company's