পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
জাফরাগঞ্জ
১৫৯

হইতেও বঞ্চিত করেন। এতদ্ব্যতীত মণিবেগম প্রভৃতির সঞ্চিত তহবিলে যে-সমস্ত টাকা জমিয়াছিল, গবর্নমেন্ট নবাব-নাজিমকে তাহাও প্রদান করিতে অস্বীকৃত হন।

 লর্ড ডালহৌসির সময় হইতেই নবাব-নাজিমের গৌরব-হ্রাসের সূচনা হয়। যিনি দেশীয় রাজন্যবর্গের ক্ষমতাহ্রাসের জন্য সংহার স্মৃতিতে ভারতে অবতীর্ণ হইয়াছিলেন, যাঁহার কুটিল কটাক্ষে অযোধ্যা, পঞ্জাব, সেতারা প্রভৃতি প্রদেশ হইতে স্বাধীনতালক্ষ্মী চিরদিনের জন্য অন্তর্হিতা হন, বাঙ্গলার নবাব-নাজিমের যে-কিছু গৌরব ও ক্ষমতা ছিল, তাহারও লাঘব করিতে তিনি সঙ্কুচিত হইবেন কেন? তাই তিনি প্রথমে তাহার সূচনা করিয়া যান। পরে ক্রমে ক্রমে অন্যান্য গবর্নর জেনারেলও তাঁহারই রীতির অনুসরণ করেন। নবাব-নাজিম এই সমস্ত বিষয়ের জন্য স্টেট্ সেক্রেটারী সার চার্লস্ উডের নিকট আবেদন করিয়াছিলেন; পরে স্বয়ং ইংলণ্ড যাত্রা করিতে বাধ্য হন। ব্রিটিশ গবর্নমেন্ট তাহাকে ১০ লক্ষ টাকা দিয়া নিরস্ত করেন। ইংলণ্ড হইতে বাঙ্গলায় প্রত্যাগত হইয়া, তিনি বাঙ্গলা, বিহার, উড়িষ্যার নবাব-নাজিম উপাধি চিরদিনের জন্য পরিত্যাগ করেন। তাহার পর হইতে তদ্বংশীয়েরা কেবল মুর্শিদাবাদের নবাববাহাদুর নামে অভিহিত হইয়া আসিতেছেন। সমস্ত বাঙ্গলা, বিহার, উড়িষ্যা যাঁহাদের নামের সহিত বিজড়িত ছিল, এক্ষণে কেবল মুর্শিদাবাদ তাহার স্থান অধিকার করিয়াছে! নাজিমের পরিবর্তে বাহাদুরমাত্র নবাবের সহিত যুক্ত হইয়াছে!

 মনসুর আলি খাঁ ১৮৮৪ খ্রীঃ অব্দের ৫ই নভেম্বর বেলা ১টা হইতে ২টার মধ্যে পরলোকগত হন। সেই দিবসেই তাঁহার অন্যতম ভার্যা মালকা জামানিয়া বেগম স্বামীর পশ্চাদনুসরণ করিয়াছিলেন। মনসুর আলিকে প্রথমে জাফরাগঞ্জের সমাধিভবনে হুমায়ুঁজার পার্শ্বেই সমাহিত করা হইয়াছিল; পরে তাহার মৃতদেহ মক্কায় প্রেরিত হয়। জাফরাগঞ্জের সমাধিভবনের যে-স্থানে তাঁহাকে সমাহিত করা হয়, অদ্যাপি তথায় তাহার চিহ্ন দেখিতে পাওয়া যায়। মনসুর আলির জ্যেষ্ঠপুত্র আলি কাদের হোসেন আলি মির্জা মুর্শিদাবাদের প্রথম নবাব-বাহাদুর। ইনি বাষিক ২ লক্ষ ৪০ হাজার টাকারও কম বৃত্তি প্রাপ্ত হন। বঙ্গের অদ্বিতীয় সম্ভ্রান্তবংশের সন্তানের ন্যায় তাঁহার হৃদয় অতীব উন্নত ছিল। হিন্দু-মুসলমানগণের প্রতি যে-সম্প্রীতির জন্য মুর্শিদাবাদরে নবাবগণ চিরকাল ইতিহাস-বিখ্যাত হইয়া আসিতেছেন, নবাব বাহাদুরেরও সেই গুণ উজ্জ্বলতররূপেই প্রতিভাত হইয়াছিল। দরিদ্রগণের জন্য তিনি মুক্তহস্ত ছিলেন; আর্তের কাতরধ্বনি মুহূর্তমধ্যে তাঁহার মর্ম স্পর্শ করিত। কি হিন্দু, কি মুসলমান, সকলেই তাহার নিকট হইতে আশানুরূপ ফল লাভ করিত। মুর্শিদাবাদের অনেক অনাথ-পরিবার নবাববাহাদুর-কর্তৃক প্রতিপালিত হইয়াছিল। গভর্নমেন্টও তাঁহার এই সমস্ত গুণের জন্য তাঁহাকে যথারীতি সম্মানিত করিতে ত্রুটি করেন নাই। হোসেন আলির পুত্র ওয়াসিফ আলি বর্তমান নবাববাহাদুর। ভগবান তাঁহাকে দীর্ঘজীবন প্রদান করিয়া মুর্শিদাবাদের কল্যাণ সাধন করুন।
 ৯ কয়েকৎসর পূর্বে পরলোক গমন করিয়াছেন।