পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৬০
মুর্শিদাবাদ-কাহিনী

 নবাব-নাজিমদিগের সমাধির উত্তরে একটি প্রাচীরবেষ্টিত স্থানে মীরজাফরের প্রিয়তমা ভার্যা মণিবেগম ও তাহার পূর্বদিকে তাঁহার অন্যতম ভার্যা বব্বুবেগম শায়িত আছেন। মণিবেগম মীরজাফরের প্রাণাধিক প্রিয়তমা ছিলেন। আমরা সংক্ষেপে মণিবেগম ও বব্বুবেগমের বিবরণ প্রদান করিতেছি; মণিবেগম ও বব্বুবেগম উভয়েই প্রথমত নর্তকী ছিলেন। বব্বুবেগমের বংশ অনেক দিন হইতে নর্তকীর ব্যবসায় করিত। বব্বুবেগম সম্মন আলি খাঁ নামক জনৈক বিশ্বস্ত মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করেন। তাঁহার মাতার নাম বিশু। সেকেন্দ্রার নিকট বালকুণ্ড নামক স্থানে মশিবেগমের জন্ম হয়। মণির মাতা দারিদ্র্যের কঠোরচক্রে নিষ্পেষিত হইয়া, স্বীয় কন্যাকে বিশুর হস্তে অর্পণ করিতে বাধ্য হয়। বিশু মণিবেগমকে দিল্লীতে লইয়া গিয়া নর্তকীর ব্যবসায় শিক্ষা করায়; তাহার কন্যা বব্বুও নর্তকীর কার্যে সুশিক্ষিতা হইয়াছিল। যৎকালে মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলা ও এক্রাম উদ্দৌলার বিবাহ হয়, সেই সময়ে নওয়াজেস্ মহম্মদ খাঁর আদেশে বিশু ও তাহার নর্তকীসম্প্রদায় দশ হাজার টাকায় মুর্শিদাবাদে উপস্থিত হয়। বিবাহোৎসবের পর মণিবেগমের সহিত মীরজাফরের প্রগাঢ় প্রণয় সংঘটন হওয়ায়, তিনি তাঁহাদিগকে প্রথমত মাসিক ৫ শত টাকা প্রদানের অঙ্গীকারে মুর্শিদাবাদে থাকিতে অনুরোধ করেন এবং কিছুদিন পরে মণিবেগমকে ভার্যারূপে গ্রহণ করেন। অনন্তর বব্বুবেগমের সহিতও তাঁহার পরিণয়ক্রিয়া সম্পাদিত হয়। মণিবেগমের গর্ভে নজমউদ্দৌলা ও সৈফউদ্দৌলার এবং বব্বুবেগমের গর্ভে মোবারক উদ্দৌলার জন্ম হয়।

 মণিবেগমই মীরজাফরের প্রিয়তমা বেগম ছিলেন। সিরাজউদ্দৌলার হীরাঝিলের প্রাসাদ হইতে মীরজাফর যে-সমস্ত হীরা-জহরত প্রভৃতি প্রাপ্ত হইয়াছিলেন, মণিবেগম তৎসমস্তই অধিকার করেন। নবাব মোবারক উদ্দৌলার অভিভাবক হওয়ার জন্য মণিবেগম ও বব্বুবেগম উভয়েই প্রার্থনা করিয়াছিলেন। কিন্তু মণিবেগম গবর্নর হেস্টিংসকে অনেক টাকা উৎকোচ দিয়া মোবারক উদ্দৌলার অভিভাবকের পদ লাভ করেন। মণিবেগম ১৮১৩ খ্রীঃ অব্দের জানুয়ারি মাসে পরলোকগতা হন।১০ মণিবেগম গদিনসীন বেগমের পদ পাইয়াছিলেন। আলিবর্দী খাঁর বেগম হইতে উক্ত পদের সৃষ্টি হয়। গদিনসীন বেগমেরা বাৎসরিক লক্ষ টাকা বৃত্তি পাইতেন। মণিবেগমের বৃত্তি হইতে অনেক টাকা সঞ্চিত হইয়াছিল। গবর্নমেন্ট তাহা নবাব নাজিমকে প্রদান করেন নাই। মুর্শিদাবাদ-চকের মধ্যস্থিত মনিবেগমের বিখ্যাত মস্‌জেদ অদ্যাপি তাঁহার নাম ঘোষণা করিতেছে। তিনি অত্যন্ত দানশীলা বলিয়া প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। মুক্তহস্ততার জন্য তিনি ‘মাদর-ই-কোম্পানী’ বা কোম্পানীর মাতা বলিয়া অভিহিতা হইতেন।
 ১০ Selections from Calcutta Gazettes of the years 1806-15 By H. D. Sandeman, IV, 120-121. Also “Letters of Warren Hastings to his wife” by Grier.