পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৭৪
মুর্শিদাবাদ-কাহিনী

 উধূয়ার প্রাকৃতিক দৃশ্য অতীব চমৎকারজনক; বিশেষতঃ বর্ষাকালে ইহা পরমরমণীয় রূপ ধারণ করে। উধূয়ানালাও গঙ্গাজলে পরিপূর্ণ হইয়া অপূর্ব শোভা বিস্তার করিয়া থাকে। সেই সময় সমস্ত বিল ও জলাভূমি জলে পরিপূর্ণ হইয়া যায়। অনেক জলচর পক্ষী আসিয়া কলরবে উধুয়াকে প্রতিধ্বনিত করিয়া তুলে। পাহাড় শ্রেণীর উপরিভাগে বৃক্ষরাজি বর্ষাসলিলস্নাত শ্যামল পত্ররাশিতে সুশোভিত হওয়ায় দূর হইতে বড়ই রমণীয় বলিয়া বোধ হয়। তৎকালে পীরপাহাড় বা দুমুরীপাহাড় প্রভৃতির উপর আরোহণ করিয়া চতুদিকে দৃষ্টি নিক্ষেপ করিলে, প্রাকৃতিক সৌন্দর্যে মনঃপ্রাণ মোহিত হইয়া যায়। একদিকে উধূয়ানালা খরবেগে প্রবাহিত হইতেছে, অপর পার্শ্বে গঙ্গা উত্তাল তরঙ্গমালা দ্বারা তীরে আঘাত করিতেছেন। চারিদিকে বসুন্ধরা বর্ষার জলপ্লাবনে আপনাকে আচ্ছাদিত করিয়া ফেলিয়াছেন। নানাবিধ পক্ষী মধুর তানে চতুর্দিক মুখরিত করিয়া শূন্যপথে বিচরণ করিতেছে। বর্ষার নূতন জলে অঙ্কুরিত পর্বতগাত্রস্থিত তৃণরাশিমধ্যে গো, মহিষ দলে দলে বিচরণ করিতেছে। এইরূপ নানাবিধ সুন্দর দৃশ্য নয়নপথে পতিত হয়। উধূয়ায় নানাবিধ জলচর পক্ষী। দেখিতে পাওয়া যায়। সাহেবের শিকার করিবার জন্য মধ্যে মধ্যে উধূয়ায় আগমন করিয়া থাকেন। প্রাকৃতিক সৌন্দর্যে বিভূষিত হইয়া ঐতিহাসিক স্মৃতির সহিত বিজড়িত হওয়ায়, উধূয়া রাজমহল প্রদেশের একটি দর্শনীয় স্থানমধ্যে গণ্য।