পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বড়নগর
১৮৫

নহে। রানী ভবানীর স্থাপিত রাজরাজেশ্বরী সেবায় নাটোর রাজের বিশেষ যত্ন থাকা আবশ্যক। যাঁহার পবিত্র নামের জন্য সমস্ত বঙ্গসমাজ তাহাদিগকে নতমস্তকে অভিবাদন করিয়া থাকে, সেই রানী ভবানীর প্রিয় বাসস্থান বড়নগরে দেবসেবার জন্য তাঁহাদিগের যত্নবান হওয়া অবশ্য কর্তব্য। জয়মণির পোষ্যপুত্র দুর্গাচন্দ্রের দত্তকপুত্র প্রসিদ্ধ উমেশচন্দ্র। উমেশচন্দ্রের দত্তকপুত্র কুমার সতীশচন্দ্র, এক্ষণে তাঁহার পুত্র বড়নগরে অবস্থিতি করিতেছেন। ভগবান তাহাকে দীর্ঘজীবী করিয়া স্বধর্মে মতি প্রদান করুন।