পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মহারাজ নন্দকুমার
২১৩

হাজার টাকা প্রদান করিয়াছিলেন। কিন্তু এই ১২০০০ হাজার টাকা প্রদানের বিষয়ে আমাদের কিছু সন্দেহ আছে। নন্দকুমার এরূপ নচান্তঃকরণ ছিলেন না যে, ১২ হাজার টাকার ন্যায় সামান্য অর্থে তিনি এইরূপ পাপজনক কার্যে প্রবৃত্ত হইয়াছিলেন। সিরাজের পরিণাম চিন্তা করিয়াই ইংরেজদিগের পক্ষ অবলম্বন করিয়াছিলেন বলিয়াই অনুমান হয়। তাহার পর তিনি ফরাসীদিগের সাহায্যের জন্য প্রেরিত নিজের সৈনিকদিগকে ফিরিয়া আসিতে আদেশ দেন এবং রায়দুর্লভ উপস্থিত হইলে, তাহাকেও ফিরিয়া যাইতে বলিয়া পাঠান। নন্দকুমার নবাবকে এইরূপ লিখিয়া পঠাইলেন যে, ইংরেজের যেরূপ বলশালী, তাহাতে ফরাসীদিগের সাহায্য করিতে গেলে, আপনাদিগের অবমাননার সম্ভাবনা আছে; সেরূপক্ষেত্রে ফরাসীদিগের সাহায্য করিতে যাওয়া যুক্তিযুক্ত নহে। নন্দকুমার যদি আমীরচাঁদ-কর্তৃক প্রণোদিত না হইয়া, প্রভুকে ঐরূপ লিখিয়া পঠাইতেন, তাহা হইলে, আমরা তাহার কোনরূপ দোষ মনে করিতাম না। কিন্তু তিনি যখন চতুরতাপূর্বক প্রভুকে সতর্ক হইবার জন্য লিখিয়া পাঠাইয়াছিলেন, তখন যে তিনি সর্বথা নিন্দনীয় তাহাতে সন্দেহ নাই।

 যাহাই হউক, নন্দকুমার ফরাসীদিগের বিরুদ্ধে ইংরেজদেগের সহায়তা করা ব্যতীত নবাবের বিরুদ্ধাচারণ কিংবা তাঁহাকে পদচ্যুত করার ন্যায় আর কোন ভীষণ অপরাধে অপরাধী নহেন। তিনি অন্যান্য কর্মচারীদিগের ন্যায় সিরাজউদ্দৌলাকে ইচ্ছাপূর্বক পদচ্যুত করিতে চেষ্টা করেন নাই। অথবা সেই প্রভুহত্যমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না। কিন্তু ইংরেজদিগকে প্রকারাস্তরে সহায়তা করায়, প্রভুর প্রতিও যে তাহার অকৃতজ্ঞতা দেখান হইয়াছে, তাহাও অস্বীকার করিবার উপায় নাই। এই অকৃতজ্ঞতার জন্য, তাহার নবপরিচিত বন্ধু ইংরেজদিগের হস্তে তাঁহাকে অশেষ লাঞ্ছনা ভোগ করিয়া, অবশেষে আপনার জীবন বলি দিতে বাধ্য হইতে হইয়াছিল। সিরাজের অজ্ঞাতসারে ইংরেজদিগের সহায়তা করা নন্দকুমার চরিত্রের যে একটি প্রধান কলঙ্ক, ইহা অস্বীকার করিবার উপায় নাই।

  নন্দকুমারের শত্রুপক্ষীয়ের বলিয়া থাকেন যে, তিনি নিজেই রামকৃষ্ণ বসু নামক জনৈক ব্যক্তিকে ক্লাইবের নিকট পাঠাইয়া তাহার বন্ধুতার প্রার্থী হইয়াছিলেন। একথা যে সম্পূর্ণ ভিত্তিহীন, তাহাতে অণুমাত্র সন্দেহ নাই। যিনি এরূপ কথা বলিতে পারিয়াছেন, তিনি নন্দকুমারের সমস্ত কার্য কালিমামণ্ডিত করিয়া নন্দকুমার চরিত্রকে ভয়াবহ করিতে চেষ্টা করিয়াছেন। কিন্তু আমরা অর্মে প্রভৃতি প্রাচীন ঐতিহাসিকগণের বিবরণ হইতে দেখাইয়াছি যে, ইংরেজেরাই আপনাদিগের কার্যোদ্ধারের জন্য আমীরচাঁদের দ্বারা তাহার সহিত বন্ধুত্ব স্থাপনের প্রয়াস পাইয়াছিলেন। নন্দকুমার পূর্ব হইতে ক্লাইবসাহেবের বন্ধুত্বের প্রয়াসী হইলে, ইংরেজেরা সহস্র সহস্র মুদ্রা লইয়া তাহার

 ৮ Orme's Indostan, Vol. II, p. 137.

 ৯ Barwell’s letter to his sister.