পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২১৪
মুর্শিদাবাদ-কাহিনী

পদতলে উপস্থিত হইতেন না। যে ক্লাইবসাহেব প্রতারণার দ্বারা আমীরচাঁদের সর্বনাশ করিয়াছিলেন, তিনি এতদূর নির্বোধ ছিলেন না যে, যে নন্দকুমার তাহাদের বন্ধুত্বের প্রয়াসী, তাহাকে আবার অর্থ দিয়া শান্ত করিতে চেষ্টা পাইবেন। এরূপ অনেক স্থলে নন্দকুমার চরিত্রকে যৎপরোনাস্তি কলুষিত করিতে চেষ্টা করা হইয়াছে। নন্দকুমারের সহায়তায় ইংরেজেরা চন্দননগর অধিকার করিলেন। সিরাজউদ্দৌলা এ কথা বুঝিতে পারিয়াছিলেন। এইজন্য তিনি তাহার স্থলে আর এক জন নূতন ফৌজদার হুগলীতে পাঠাইলেন।— “ইহার পর নন্দকুমার কিছুদিন পর্যন্ত কি ভাবে কালযাপন করিয়াছেন, তাহ বিশেষরূপে জানা যায় না। বিশেষতঃ সেই সময়ে সমস্ত বঙ্গরাজ্যে ঘোর বিপ্লব উপস্থিত হইয়াছিল। ইংরেজেরা সিরাজের সর্বনাশ করিতে উদ্যত হইলেন; সিরাজের প্রধান কর্মচারিগণ সকলেই এক ষড়যন্ত্রের আয়োজন করিয়াছিলেন; কিন্তু নন্দকুমার যে তাহার মধ্যে ছিলেন না, ইহা নিঃসংশয়ে বল৷ যাইতে পারে। তাহার পর পলাশীর যুদ্ধে ইংরেজের বিজয়ী হইয়া মীরজাফর খাঁকে মসনদে বসাইলেন।

 মীরজাফর মসনদে বসিলে রায়দুর্লভ তাহার দেওয়ান হইলেন। মুতাক্ষরীনে লিখিত আছে যে, মীরজাফরের সিংহাসনে উপবেশন করার পর নন্দকুমার ক্লাইবের মুন্সী ও দেওয়ান হন। ১১ এ কথা নিতান্ত অবিশ্বাস্য নহে; কারণ ইংরেজদিগের সহায়তা করায় এবং তজ্জন্য তাঁহার পদচ্যুতি ঘটায়, ক্লাইব নন্দকুমারকে যে সাহায্য করিবেন, ইহা আশ্চর্যের বিষয় নহে। তবে ক্লাইবের সকল কথা বিশ্বাস করাও কঠিন। যাহা হউক, মুতাক্ষরীনের কথা স্বীকার করিতে গেলে, নন্দকুমার সে সময়ে ক্লাইবের দেওয়ান ও মুন্সী নিযুক্ত হইয়াছিলেন। পলাশীর যুদ্ধের সময় কিন্তু রামচাদ ক্লাইবের দেওয়ানের ও নবকৃষ্ণ মুন্সীর কার্য করিতেন বলিয়া উল্লিখিত হন। আবার কলিকাতার বড়বাজারের কাশীরাম নামে এক ব্যক্তি ক্লাইবের দেওয়ান ছিলেন বলিয়া শুনা যায়। নবাব হওয়ার পর হইতেই মীরজাফর পাটনার শাসনকর্তা রামনারায়ণকে উচ্ছেদ করিতে কৃতসঙ্কম্প হন। ক্লাইব রামনারায়ণের রক্ষার জন্য অনেক চেষ্টা করেন। এই সময় নন্দকুমার অনেকবার ক্লাইবের উকীল হইয়া নবাবের নিকট গিয়াছিলেন। ইহার পর ক্লাইব সসৈন্যে পাটনায় যাত্রা করিলে, নন্দকুমার তাহার সঙ্গে তথায় গমন করেন। ক্লাইব নন্দকুমারের চতুরতা, বুদ্ধিমত্তা ও কার্যদক্ষতায় এতদূর সন্তুষ্ট হইয়াছিলেন যে, সর্বদ। তাহাকে সঙ্গে রাখতেন এবং যাবতীয় গুরুতর কার্যে তাঁহার পরামর্শ গ্রহণ করিতেন। রাজা দুর্লভরামও নন্দকুমারকে পাটনায় যাইতে দেখিয়া তাহাকে আপনার উকীল নিযুক্ত করিয়া, ক্লাইবের সহায়তার জন্য সমস্ত ব্যয় স্বয়ং নন্দকুমারের হস্তে প্রদান করেন। তাহার পর রাজ।

 ১০ Orme's Indostan, Vol. II, p. 194.

 ১১ Seir Mutaqherim, Vol. II, p. 378.