পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মহারাজ নন্দকুমার
২১৫

দুর্লভরাম নিজেই পাটনায় উপস্থিত হন। তৎকালে নন্দকুমারের ক্ষমতা এতদূর প্রবল হইয়াছিল যে, সাধারণে তাঁহাকে ‘কাল কর্নেল বলিত।১২ পাটনা হইতে তাঁহারা পুনর্বার মুর্শিদাবাদে উপস্থিত হন।

 এই সময়ে ক্লাইব নন্দকুমারের উপর এতই সন্তুষ্ট ছিলেন যে, তাহাকে পুনর্বার হুগলী ও হিজলী প্রভৃতির দেওয়ানী প্রদান করিতে নবাবকে বিশেষরূপে অনুরোধ করেন। এই সময়ে আমীর বেগ খী হুগলী, হিজলী প্রভৃতি প্রদেশের ফৌজদার ছিলেন। নবাব ক্লাইবের অনুরোধে নন্দকুমারকে সেই সকল প্রদেশের দেওয়ান নিযুক্ত করিলেন। সেই সময়ে কোম্পানীও নন্দকুমারের কার্যে ও ব্যবহারে সন্তুষ্ট হইয়া তাহাকে আপনাদের অধীনতায় একটি পদ প্রদান করেন।

 মীরজাফর পলাশীর যুদ্ধের পূর্বে ইংরেজদিগকে অনেক অর্থ দিতে প্রতিশ্রুত হইয়াছিলেন; কিন্তু সিংহাসনে উপবিষ্ট হইয়া দেখেন যে, রাজকোষ শূন্য। অগত্য ইংরেজদিগকে তিনি সে টাকার বিনিময়ে বর্ধমান প্রভৃতির রাজস্ব ছাড়িয়া দেন। কোম্পানী নন্দকুমারকে তাহাদিগের প্রতি অনুরক্ত বিবেচনা করিয়া, ১৭৫৮ খ্রীঃ অব্দের ১৯শে আগস্ট তাঁহাকে ঐ সমস্ত স্থানের তহশীলদার নিযুক্ত করিলেন। নন্দকুমারের প্রতি এইরূপ ভার অপিত হইল যে, তিনি রাজাদিগকে কিস্তি কিস্তি আহবান করিয়া কোম্পানীর রাজস্ব আদায় করিবেন।১৩ পলাশীর যুদ্ধের পর হইতে মুশিদাবাদের নবাবদরবারে একজন করিয়া রেসিডেন্ট রাখা স্থির হয়। ১৭৫৮ খ্রীঃ অব্দে ওয়ারেন হেস্টিংস উক্ত রেসিডেন্টপদে নিযুক্ত ছিলেন। বর্ধমান প্রভৃতির রাজস্ব আদায় লইয়া নন্দকুমারের সহিত তাঁহার মনোবিবাদ উপস্থিত হয়। কমে সেই মনোবিবাদ শব্লুতায় পরিণত হওয়ায়, হেস্টিংস সেই ব্রাহ্মণকে বৃদ্ধবয়সে ফাসাঁকাষ্ঠে লম্বমান করাইয়া নিজ মহত্ত্বের পরিচয় দিয়াছিলেন। আমরা ক্লমে তাহা দেখাইতে চেষ্টা করিতেছি।

 সিংহাসনে আরোহণ করার পর হইতেই মীরজাফর অত্যন্ত অর্থাভাব অনুভব করেন। সেইজন্য তিনি রায়দুর্লভকে অত্যন্ত পীড়াপীড়ি করিতেন এবং সময়ে সময়ে শেঠদিগের নিকট হইতে অর্থ লইয়া তাহাদিগকেও যৎপরোনাস্তি উৎপীড়িত করিতে থাকেন। ক্রমে ক্লমে রায়দুর্লভের সহিত নবাবের বিবাদ গুরুতর হইয়া উঠে। সেই সময়ে মীরণ ঢাকার শাসনকর্তা ছিলেন, তিনি রাজা রাজবল্লভকে আপনার দেওয়ান নিযুক্ত করেন ও রায়দুর্লভকে ঢাকাবিভাগের নিকাশ দিতে বলেন। রায়দুর্লভ চতুদিক হইতে উত্তাক্ত হইয়া কলিকাতায় আসিতে কৃতসকল্প হন। মীরণ তাঁহাকে বাধা দিয়া বলেন যে, যতদিন নবাবসৈন্যগণের বেতন দেওয়া না হয়, ততদিন তিনি কলিকাতায় যাইতে পরিবেন না। নন্দকুমার বরাবরই রায়দুর্লভের পক্ষে ছিলেন। তিনি তাহাকে মুর্শিদাবাদ হইতে কাশীমবাজারে লইয়া আসেন এবং পরে কলিকাতার

 ১২ Barwell's letter to his sister.

 ১৩ Long's Selection, p. 155.