পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২১৬
মুর্শিদাবাদ-কাহিনী


ইংরেজদেগের আশ্রয়ে পাঠাইয়া দেন; নিজেও হুগলী আসিয়া স্বীয় কার্য সম্পন্ন করিতে থাকেন।

 রায়দুর্লভ কলিকাতায় গমন করিলে, নবাব তাহার প্রতি ইংরেজদেগের বিদ্বেষ জন্মাইবার জন্য অশেষবিধ চেষ্টা করেন। এই সময়ে একটি ব্যাপার উপস্থিত হয়। নবাব একদিন মসৃজেদে যাইতেছিলেন, সেই সময়ে খোজা হাদী নামে একজন কর্মচারীর কতকগুলি লোক নবাবের পথরোধ করে। নবাব তাহাদের হস্ত হইতে নিষ্কৃতি পাইয়া, এইরূপ প্রকাশ করেন যে, রায়দুর্লভই নবাবকে হত্যা করিবার জন্য খোজা হাদীকে নিযুক্ত করিয়াছিলেন এবং তাহ প্রমাণ করিবার জন্য একখানি পত্রও প্রকাশ করেন। কিন্তু সে পত্র জাল বলিয়া অনুমিত হয়। মীরজাফর সেই পত্র সত্য বলিয়া প্রমাণ করিতে চেষ্টা পান এবং নন্দকুমারে সহিত ক্লাইবের বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধ জানিয়া, তাহাকে এইরূপ ভাবে পত্র লেখেন যে, যদি ঐ পত্র সত্য বলিয়া ইংরেজদিগের বিশ্বাস জন্মাইতে পার, তাহা হইলে, আমি তোমাকে উপাধি ও জায়গীর প্রদান করিব। ইহা কিন্তু ইংরেজ ঐতিহাসিকের কথা। ১৪ নন্দকুমার উক্ত পত্র ক্লাইবের হস্তে প্রদান করেন। উক্ত পত্র নবাব মীরজাফর খাঁর স্বহস্তলিখিত। নন্দকুমার রাজা দুর্লভরামের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী ছিলেন বলিয়া, তাহার বিরুদ্ধে নবাবের কদভিপ্রায়পূরণের সহায়তা করেন নাই। এইজন্য নবাব মীরজাফর আলি খাঁ তাহার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হইয় উঠেন।

  নন্দকুমার যৎকালে ইয়ারবেগ খাঁর সময়ে হুগলীর দেওয়ানী কার্য করিয়াছিলেন, সেই সময়ে উক্ত খাঁর নিকট র্তাহার অনেক টাকা প্রাপ্য ছিল। এক্ষণে তিনি ইয়ারবেগের নিকট সেই অর্থের দাবী করিলেন। ইয়ারবেগ নন্দকুমারের প্রভূত ক্ষমতা জানিয়া তাহাকে ১৪ হাজার টাকা প্রদান করিয়া, তাহার দাবী হইতে নিষ্কৃতি লাভ করিতে সমর্থ হন। পূর্বে উল্লিখিত হইয়াছে যে, নবাব মীরজাফর খাঁ নন্দকুমারের প্রতি অসন্তুষ্ট হইয়াছিলেন। হুগলীতে অবস্থান কালে, নন্দকুমার, ফৌজদার আমীর বেগ খাকে সময়ে সময়ে অনেক বিষয়ে উপদেশ দিতেন। নবাব তজ্জন্য আমীর বেগের উপর অত্যন্ত অসন্তুষ্ট হওয়ায়, আমীর বেগ হুগলীর ফৌজদারী পরিত্যাগ করিতে বাধ্য হন। নন্দকুমারও নবাবের ক্লোধের পাত্র হওয়ায়, হুগলী পরিত্যাগ করিয়া কলিকাতায় গমন করেন। রাজা দুর্লভরাম পূর্ব হইতেই কলিকাতায় অবস্থিতি করিতেছিলেন এবং নবাবের প্রধান হরকরা রাজারাম সিংহও সেই সময়ে কলিকাতায় আসিয়া বাস করেন। অবশেষে নন্দকুমারও তথায় উপস্থিত হইলেন। সকলেই নবাবের অযথা ক্ৰোধের ও অত্যাচারের জন্য আপন আপন কার্য পরিত্যাগ করিয়াছিলেন। এক্ষণে র্তাহারা দিল্লীতে বাদশাহের নিকট উকীল পাঠাইয়া পুনর্বার সরকারী পদের প্রার্থী হইলেন। দুর্লভরাম বাঙ্গলা, বিহার, উড়িষ্যার দেওয়ানী,

 ১৪ Orme's Indostan, Vol. II, p. 362.