পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৬৬
মুর্শিদাবাদ-কাহিনী


যথেষ্ট পরিমাণে ব্যবসায়-বাণিজ্যে সুবিধা করিয়া লন। গবর্নর ভান্সিটার্ট ও হেস্টিংস প্রভৃতিও সুযোগ পরিত্যাগ করেন নাই। হেস্টিংস এই সময় কান্তবাবুকে আপনার মুৎসুদী বা বেনিয়ান নিযুক্ত করেন; কান্তবাবু ও তাঁহার ভ্রাতা নৃসিংহ হেস্টিংসের ব্যবসায়ের পরিচালন করিতেন।

 কথিত আছে, হেস্টিংস ও ভান্সিটার্ট এই সমস্ত ব্যবসায়নির্বাহের অর্থ নবাব মীর কাসেমের নিকট হইতে লাভ করিয়াছিলেন। যখন মীর কাসেমের নিকট তাঁহারা মুর্শিদাবাদের সিংহাসন বিক্রয় করেন, তখন তাঁহার নিকট উৎকোচস্বরূপ প্রচুর অর্থ প্রাপ্ত হন। যেরূপেই হউক, তাঁহারা বাণিজ্য আরম্ভ করিয়া লাভবান হইতে থাকেন। ১৭৬৪ খ্রীঃ অব্দে হেস্টিংস ইংলন্ড যাত্রা করেন; তথায় তিনি স্বীয় আত্মীয়দিগের সাহায্যার্থে ভারতবর্ষ হইতে সঞ্চিত সমস্ত অর্থ ব্যয় করিয়া ফেলেন; এমন কি তাঁহার নিজ ব্যবসায়ের অর্থ পর্যন্ত নিঃশেষ হইয়া যায়। তিনি অত্যন্ত বিপদে পতিত হইলেন। অবশেষে কান্তবাবুকে ১২,ooo টাকার জন্য লিখিয়া পাঠাইতে বাধ্য হন। কান্তবাবু যদিও তাঁহার মুৎসুদ্দী ছিলেন, তথাপি তাঁহার দ্বারা সে সময়ে প্রচুর অর্থাগম হইতে পারে নাই; কাজেই তিনি স্বীয় প্রভুকে ১২ooo টাকা দিতে সমর্থ হইলেন না। অনন্যেপায় হইয়া, অবশেষে হেস্টিংসকে খাজা পিত্রুসের নিকট হইতে সেই টাকা লইতে হয় এবং যখন তিনি দ্বিতীয়বার মাদ্রাজে আগমন করেন, সেই সময়ে উক্ত অর্থ পরিশোধ করিয়াছিলেন। হেস্টিংস জানিতেন যে, কান্তবাবু এরূপ ধনী ছিলেন না যে, তাঁহাকে সাহায্য করিতে পারেন, তজ্জন্য নিজের বিপদের সময় কান্তবাবুর সাহায্য না পাইয়াও, তিনি তাঁহার উপর বিরক্ত হন নাই; তাহার পরও তাঁহাকে চিরদিনই স্নেহের দৃষ্টিতে দেখিয়াছিলেন, এবং তাহার উন্নতির জন্য সাধ্যানুসারে চেষ্টা করিতে ত্রুটি করেন নাই।

 ১৭৭২ খ্রীঃ অব্দে কার্টিয়ারসাহেব অবসরগ্রহণ করিলে, হেস্টিংস মাদ্রাজ হইতে তাঁহার পদে গবর্নর নিযুক্ত হইয় আসেন। তিনি এদেশে আসিয়াই পুনর্বার কান্তবাবুকে আপনার মুৎসুদ্দী নিযুক্ত করেন। কান্তবাবু তৎপূর্বে সাইক্সসাহেবের বেনিয়ানী করিতেন। এই সময়ে কোম্পানীর কর্মচারিগণ আর আপন আপন ব্যবসায় পরিচালন করিতে পারিতেন না। ব্যক্তিগত বাণিজ্যে কোম্পানীর নিতান্ত ক্ষতি হইতেছে দেখিয়া, কোম্পানীর অধ্যক্ষগণ এইরূপ নিয়ম বিধিবদ্ধ করিতে বাধ্য হন। কাজেই কোম্পানীর কর্মচারিগণ, আপনাদিগের মুৎসুদ্দীদের স্বনামে বা বেনামে ব্যবসায় পরিচালন, এবং জমিদারী ও আবাদী জমি প্রভৃতির ইজারা লইতে আরম্ভ করেন। মুৎসুদ্দীগণ ইহাতে যথেষ্ট অর্থাগমের উপায় করেন। তাঁহারাই দেশমধ্যে সর্বেসর্বা ছিলেন; যাহা ইচ্ছা করিতেন, তাহাই সম্পন্ন করিতে পারিতেন।

 ৬ Seir Mutaqherin, Vol. I, p. 773. (Translator's note.)

 ৭ ইনি সুপ্রসিদ্ধ গগিন খাঁর ভ্রাতা ও একজন বিখ্যাত বণিক্।