পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কান্তবাবু
২৬৭


সাহেবদের সহিত দেখা বা কোন কথা বলিতে হইলে, প্রথমে তাঁহাদিগকে জানাইতে হইত। তাঁহারা ইচ্ছা করিলে, হয়ত সে কথা সাহেবদিগকে জানাইতেন, নতুবা গোপন করিয়া রাখিতেন। এই সকল বেনিয়ান বা মুৎসুদ্দীগণ, যাবতীয় শস্যশালিনী ভূমির জমিদারী ও প্রধান প্রধান লবণের মহালগুলি আপনাদের অধিকারে রাখিতেন এবং দেশমধ্যে অনেক দ্রব্যের একচেটিয়া ব্যবসায়ের পরিচালনা করিতেন। তাঁহারা সাহেবদিগের দেওয়ান বা বেনিয়ান বলিয়া অভিহিত হইতেন।

 ১৭৭৩ খ্রীস্টাব্দে লর্ড নর্থের রাজ্যসংক্রান্ত নিয়ামক বিধি (Regulating Act) বিধিবদ্ধ হইলে, হেস্টিংস গবর্নর জেনারেল হন। তাঁহার সাহায্যের জন্য চারিজন সদস্যের মধ্যে তিনজন, এবং রাজ্যের বিচারের জন্য সুপ্রীমকোর্টের বিচারকগণ যথাসময়ে কলিকাতায় আগমন করেন। এই সমস্ত নবাগতদিগের মধ্যে সদস্যগণের সহিত হেস্টিংসের বিরোধ ও বিচারকদিগের সহিত বন্ধুত্ব স্থাপিত হয়। পূর্বেই উল্লিখিত হইয়াছে যে, হেস্টিংস বাঙ্গলার গবর্নরী পাইয়া, সেই সময় হইতে ও গবর্নর জেনারেল হওয়া পর্যন্ত কান্তবাবুর যথেষ্ট উন্নতি করিয়া দেন। কান্তবাবুকে কতকগুলি জমিদারী পরিদর্শনের ও তাহদের সুশৃঙ্খলাসাধনের ভার প্রদান করেন। কান্তবাবু প্রথম প্রথম জমিদারী কার্য ভাল বুঝিতেন না; কিন্তু অবশেষে গঙ্গাগোবিন্দসিংহের সাহায্যে তাহাতে যথেষ্ট ব্যুৎপত্তি লাভ করেন। হেস্টিংস যৎকালে দ্বিবিধশাসন (Double Government) উঠাইয়া নানাবিধ নূতন বন্দোবস্ত প্রচলন করিতেছিলেন, সেই সময়ে দেওয়ান কৃষ্ণকান্ত নন্দী তাঁহাকে অনেক সাহায্য করেন এবং হেস্টিংসও সেই সময় তাঁহাকে অনেকগুলি লাভকর জমিদারী ও নিমক্ মহাল ইজারা করিয়া দেন। সেই সময়ে কান্তবাবু কাশীমবাজার হইতে কলিকাতায় আসিয়া বাস করেন। প্রথমে তিনি বড়বাজারে একটি ক্ষুদ্র বাটীতে বাস করিতেন; পরে তথা হইতে জোড়াসাঁকোর বৃহৎ বাটীতে আসিয়া বাস করেন। জোড়াসাঁকোর সে বাটী অদ্যাপি বিদ্যমান আছে; ঐ সকল মহাল ও জমিদারী হইতে তাঁহার প্রচুর ধনাগম হয়।

 কান্তবাবুকে জমিদারী প্রভৃতি প্রদান করিবার জন্য হেস্টিংস অনেক অসদুপায় অবলম্বন করিতে বাধ্য হন। তিনি প্রথমতঃ কর্তৃপক্ষগণের আদেশ অবহেলা করেন এবং সঙ্গে সঙ্গে এদেশের অনেক জমিদারের উপর ভীষণ অত্যাচার করিতে ত্রুটি করেন নাই। গঙ্গাগোবিন্দসিংহ ও দেবীসিংহ প্রভৃতি কতকগুলি ভীষণ-প্রকৃতি লোকের সাহায্যে তিনি বাঙ্গলার জমিদার ও প্রজাবর্গের উপর নানা প্রকার অত্যাচার করিয়াছিলেন। এই দুই ব্যক্তির সাহায্যে হেস্টিংস যাহাকে ইচ্ছা, তাহাকেই অনেক লাভকর জমিদারী প্রদান করিতেন। সর্বাপেক্ষ তাঁহার প্রিয় কান্তবাবুই অধিক সুবিধা প্রাপ্ত হন। ১৭৭২ খ্রীঃ অব্দে রাজ্যসংক্রান্ত নিয়ম বিধিবদ্ধ হইলে, তাহার মধ্যে এইরূপ একটি বিধি থাকে যে, কোম্পানীর কর্মচারিগণের কোন পেস্কার বেনিয়ান বা