পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৭২
মুর্শিদাবাদ-কাহিনী


গুডল্যাডসাহেবের সহায়ক হইয়া রঙ্গপুর অঞ্চলের হতভাগ্য প্রজাদিগের উপর লাঠিবাজী করিয়াছিলেন। হেস্টিংসের আদেশে ও গুডল্যাডসাহেবের যত্নে, কান্তবাবু বাহারবন্দ হইতে রীতিমত রাজস্ব আদায় করিতে লাগিলেন। রানী ভবানীর নিকট হইতে বাহারবন্দ বিচ্যুত হওয়ায়, দেশের যাবতীয় লোক দুঃখিত হইয়াছিল। বিশেষতঃ একজন ব্রাহ্মণ-বিধবার সম্পত্তি বলপূর্বক অন্য এক ব্যক্তিকে প্রদান করায়, সকলে মৰ্মাহত হইয়াছিল। তৎকালে রানী ভবানীর আয় যেরূপ সৎকার্যে ব্যয়িত হইত, সেরূপ আর কখনও হয় নাই বলিয়৷ লোকের বিশ্বাস। লোকে তাঁহার সম্পত্তিকে সাধারণের সম্পত্তি মনে করিত; কারণ সকলে কোন না কোন প্রকারে তাহা হইতে উপকার প্রাপ্ত হইত। বিশেষতঃ ব্রাহ্মণগণকে তিনি যেরূপ প্রতিপালন করিয়া গিয়াছেন, তাহাদিগকে ব্রহ্মোত্তরপ্রদান ও অন্যান্য অনেক প্রকারে যেরূপ সাহায্য করিয়াছেন, বাঙ্গলাদেশে সেরূপ আর কেহ কখন করিতে পারিবেন কিনা সন্দেহ। সেইজন্য হিন্দুমাত্রেই দুঃখিত হইয়াছিলেন। কান্তবাবুর হস্তে উক্ত সম্পত্তি পতিত হওয়ায়, তাঁহারা সেরূপ আশা করেন নাই; বরং বিপরীতই মনে করিয়াছিলেন। কিন্তু এক্ষণে বলিতে হইতেছে যে, মহারানী স্বর্ণময়ী মহোদয়ার ও তাঁহার উপযুক্ত বংশধর মহারাজ মনীন্দ্রচন্দ্রের সময়ে সাধারণে সেই উপকার কিয়ৎ পরিমাণে প্রাপ্ত হইয়াছেন।

 বাস্তবিক বাহারবন্দ পরগণা বলপূর্বক কান্তবাবুকে প্রদান করা হেস্টিংস-চরিত্রের একটি প্রধান কলঙ্ক। মহারাজ নন্দকুমার ১৭৭৫ খ্রীঃ অব্দের ৮ই মার্চ হেস্টিংসের নামে যে অভিযোগ-পত্র লিখিয়া কাউন্সিলে উপস্থাপিত করেন, তাহার একস্থলে, তিনি ইহার উল্লেখ করিয়াছেন। একথা পূর্বেও লিখিত হইয়াছে। তিনি বলেন যে, হেস্টিংস রানী ভবানীর জমিদারীর অন্তর্গত বাহারবন্দ পরগণা প্রভৃতি তাঁহার দেওয়ান কান্তকে প্রদান করিয়াছেন। রানী কোনও দোষ করেন নাই এবং কাস্তের সহিত রানীর এমন কোন সম্বন্ধ নাই যে, তিনি উত্তরাধিকারসূত্রে বাহারবন্দ পাইতে পারেন। গবর্নর এ বিষয়ে কারণ নির্দেশ করিবেন। ১৩ হেস্টিংস এই অভিযোগের স্বকীয় নির্দোষিতা প্রমাণের জন্য বলিয়াছিলেন যে, বাহারবন্দ রানী ভবানীর জমিদারীর অন্তর্গত ছিল না এবং কোন কালে তাহার দখলে ছিল না। বরং তাহ সীমান্ত প্রদেশে অবস্থিত হওয়ায় সরকারের খাসে ছিল। পরিশিষ্টে আমরা

 ১৩ “The Governor Mr. Hastings has given the pargona Baharband and others in the Zamindari of Rani Bhawani to Canto his own Dewan. The Rani has committed no fault and Canto has no right by inheritance or any other title to these pargonas. The reasons of this gift remain with the Governor to explain.” (Selections from State Papers, Wol, II. also Minutes of the Evidence taken at Hastings Trial, p. 1002,)