পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৮৪
মুর্শিদাবাদ-কাহিনী

তাহা যে কিয়ৎপরিমাণে সত্য, ইহা নিঃসন্দেহই বলা যাইতে পারে। কিন্তু হেস্টিংসসাহেব কেবলই যে কাস্তবাবুর প্রত্যুপকার স্মরণ করিয়া, এরূপ লাঞ্চনা ভোগ করিতে স্বীকৃত হইয়াছিলেন, তাহা আমরা সম্পূর্ণ রূপে বিশ্বাস করিতে পারি না। প্রত্যুপকারের সহিত স্বার্থপরতারও মিশ্রণ ছিল। তাঁহার হৃদয় তত উচ্চ হইলে, আজ তাঁহার অত্যাচারাবলী বিভীষিকাময়ী মূতি ধারণ করিয়া বঙ্গদেশ, কাশীধাম বা অযোধ্যার জনগণের মানস-নেত্রের সমক্ষে নৃত্য করিয়া বেড়াইত না।

 আমাদের বিবেচনায় কান্তবাবুর সহিত যে সমস্ত জমিদারীর বন্দোবস্ত ছিল, তাহার অধিকাংশই হেস্টিংসসাহেবের নিজের বলিয়া বোধ হয়। কাস্তবাবুর জমিদারীর সহিত হেস্টিংসসাহেবের যে বিশেষরূপ সম্বন্ধ ছিল, তাহা মহামতি বার্ক স্পষ্টাক্ষরে বলিয়াছেন। তিনি বলেন যে, ইউরোপীয় কর্মচারিগণ অনেক সময়ে এই জমিদারী পর পর ৩৪ জনের বেনামীতে লইতেন। হেস্টিংস কান্তবাবুর বেনামীতে অনেক জমিদারী লইয়াছিলেন; নতুবা কান্তবাবুর প্রতি তাঁহার এত অনুগ্রহ হইবে কেন? হেস্টিংসের সহিত কান্তবাবুর এক বৎসরের পরিচয়ে এরূপ বন্ধুতা হইতে পারে না যে, তিনি তাঁহার এরূপ সুবিধা করিয়া দেন। পূর্বে কান্তবাবু সাইক্সসাহেবের কর্মচারী ছিলেন। তিনিই হেস্টিংসসাহেবের নিকট কান্তবাবুর জন্য অনুরোধ করেন; সুতরাং ইহা হইতে সকলে প্রকৃত বিষয়ের অনুমান করিতে পারেন॥৩১

 হেস্টিংসসাহেবের সহিত কান্তবাবুর যে পূর্বে পরিচয় ছিল না, বার্কের এ কথা প্রকৃত নহে। আমরা পূর্বে সে সমস্ত বিষয়ের উল্লেখ করিয়াছি এবং তিনি এক সময়ে বিলাত হইতে কান্তবাবুর নিকট কিছু টাকা চাহিয়া পাঠান, তাহাও উল্লিখিত হইয়াছে। কর্নেল মন্সনও একস্থলে উল্লেখ করিয়াছেন যে, হেস্টিংস প্রথমে এদেশে আসিলে, কান্তবাবু তাঁহার অধীনে ১৫/২০ টাকা বেতনে নিযুক্ত হন। হেস্টিংসের পদোন্নতির সহিত কান্তবাবুরও উন্নতি হইতে থাকে। পরে তিনি সাইক্সসাহেবের বেনিয়ান নিযুক্ত হন। হেস্টিংস পুনর্বার গবর্নর হইয়া আসিলে, আবার কাস্তবাবুকে নিজ বেনিয়ান নিযুক্ত করেন।৩ং মন্সনের এই কথা হইতে বার্কের উক্তির খণ্ডন হইতেছে। হেস্টিংসের সহিত কান্তবাবুর পূর্বপরিচয় থাকিলেও এই সমস্ত জমিদারীর সহিত যে, তাহার বিশেষরূপ সম্বন্ধ ছিল, তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই। কাস্তবাবুর সমস্ত জমিদারী থাকিলে, কাশীমবাজার রাজবংশের আয় আরও অধিক হইত। কাস্তবাবুর জমিদারী বন্দোবস্ত ১৩ লক্ষ টাকা হইতে পরে ৫ লক্ষ হয়।৩° তাহার পর তিনি আরও কিছু বৃদ্ধি করিয়া লইয়াছিলেন। হেস্টিংসসাহেবের সহিত তাঁহার জমিদারীর সম্বন্ধ থাকায়, ডিরেক্টারগণের ভয়ে, তাহাকে অনেক জমিদারী পরিত্যাগ

 os Burke's Speeches, Vol. I, pp. 139-40.

 o& Selections from State Papérs, Vol. II, p. 367.

 eo Selections from State Papers, Vol. II, pp. 362-63.