পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কান্তবাবু
২৮৫

করিতে হইয়াছিল এবং হেস্টিংস মানে মানে লাঞ্ছনার হস্ত হইতে কিয়ৎপরিমাণে নিষ্কৃতি পাইয়াছিলেন।

 হেস্টিংস অন্যায়পূর্বক কাস্তবাবুকে যে সমস্ত জমিদারী ও মহলাদি প্রদান করেন, আমরা যথাসাধ্য তাহার আলোচনা করিয়াছি এবং ইহার মধ্যে হেস্টিংস নিজেও যে জড়িত ছিলেন, তাহারও উল্লেখ করিতে লুটি করি নাই। হেস্টিংসের সহিত কাস্তবাবুর জমিদারীর বিশেষ সম্বন্ধ থাকিলেও, দুই একটি প্রধান জমিদারী যে কান্তবাবুর নিজস্ব ছিল, তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই; সে সকলের মধ্যে বাহারবন্দই প্রধান। হেস্টিংস লোকনাথের বেনামীতে কান্তবাবুকে বাহারবন্দ প্রদান করিয়া কাস্তবাবুর যথেষ্ট উপকার করিয়াছিলেন এবং তাহার অনুগ্রহ-বলে বাহারবন্দ হইতে চিরস্থায়ী বন্দোবস্তের সময় কাস্তবাবুকে আর অধিক রাজস্ব দিতে হয় নাই। হেস্টিংসের আদেশে গঙ্গাগোবিন্দসিংহ যেরূপ বন্দোবস্ত করিয়াছিলেন, চিরস্থায়ী বন্দোবস্তের সময় তাহাই বাহাল থাকে। অদ্যপি কাশীমবাজার রাজবংশ সেই অনুগ্রহ লাভ করিতেছেন। আমরা কাস্তবাবুর জমিদারীর সম্বন্ধে আর অধিক আলোচনা করিতে ইচ্ছা করি না। এক্ষণে হেস্টিংসের সহিত তাঁহার অন্যান্য বিষয়ের কিরূপ সম্বন্ধ ছিল, তাহাই দেখাইতে চেষ্টা পাইব।

 হেস্টিংসের সহিত কাস্তবাবুর সম্বন্ধ অতি ঘনিষ্ঠ ছিল। যেখানে হেস্টিংস, সেইখানে কান্তবাবু। যে কার্যে হেস্টিংস হস্ত প্রদান করিয়াছেন, সঙ্গে সঙ্গে কান্তবাবুও তাহাতে অগ্রসর। কি জমিদারী-সংক্রান্ত বন্দোবস্ত, কি কর্মচারীনিয়োগ, সমস্ত কার্যেই হেস্টিংসের সঙ্গে কান্তবাবুকে দেখিতে পাওয়া যায়। মহামতি বার্ক বলিয়াছেন যে, ভারতসংক্রান্ত যে কোন বিষয়ে হেস্টিংসের নাম শুনা যায়, তৎসঙ্গে তাহার বেনিয়ান কান্তবাবুর নামও শুত হওয়া যায়।** -

 কোনরূপ বন্দোবস্ত করিতে হইলে তৎকালে কোম্পানীর কর্মচারীরা আপনাদিগের উদর পূর্ণ না করিয়া ক্ষান্ত হইতেন না। সিরাজউদ্দৌলার সিংহাসনচ্যুতি হইতে আরম্ভ করিয়া, এই সময় পর্যন্ত তাঁহার এই প্রথা অবলম্বন করিয়া আসিয়াছেন। বাঙ্গলার রাজকোষ শূন্য করিয়া তাহারা মীরজাফরকে মসনদে উপবেশন করাইয়াছিলেন। রিক্তকোষে রিক্তহন্তে মীরজাফরের রাজত্বের আরম্ভ! অবশেষে কোষ পূর্ণ করিতে হতভাগ্য প্রজাগণের উপর অত্যাচার। মীর কাসেমকে নবাব করিবার সময়ও, কোম্পানীর সহিত বন্দোবস্ত ব্যতীত তাহদের কর্মচারিগণের সহিত বন্দোবস্ত পৃথক হয় এবং সেই গুপ্ত বন্দোবস্ত প্রতিপালনে অসমর্থ হওয়ায়, মীর কাসেমকে বিদ্রোহী বলিয়া প্রতিপন্ন করিতে, ন্যায়বান ইংরেজ কর্মচারিগণ দুটি করেন নাই। মীরজাফরের পুনরভিষেকের সময় এবং মীরণের অপবয়স্ক পুরকে উপেক্ষা করিয়া, নজমউদ্দৌলাকে

 o8 “Whoever has heard of Mr. Hasting's name with any know ledge of Indian connections, has heard of his banyan Canto Baboo.” (Burke's Impeachment of W. H., Vol. I, p. 138.)