পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৮৭
মুর্শিদাবাদ-কাহিনী
২৮৭

কাস্তবাবু ՀԵԳ ইহা অপেক্ষ ভয়ানক উৎকোচগ্রহণ আর আছে কি না জানি না ; একজন ৭২.ooo টাকা বাষিক বেতন পাইয়া তাহা হইতে যদি ৪o,ooo টাকা উৎকোচ প্রদান করে, তাহা হইলে, তাহার আয়ের কত লাঘব হয়, ইহা সহজে বুঝা যাইতে পারে। সুতরাং সে ব্যক্তি স্বীয় আয় ঠিক রাখিবার জন্য অবশেষে যে অত্যাচারের সাহায্য লইয়া, হতভাগ্য প্রজাবগকে উৎপীড়িত করিবে, তাহাতে আর বৈচিত্র্য কি ? সেইরূপ ঘটনার জন্য অনেক সময়ে হতভাগ্য প্রজাগণ অশেষ কষ্টভোগ করিয়াছে। হেস্টিংসের উৎকোচের বিবরণ দুই জনে লিপিবদ্ধ করিয়া রাখতেন। বাঙ্গলাদেশের প্রায় সমস্ত বিবরণ কান্তবাবু বাঙ্গলাতে লিখিতেন এবং উত্তর-পশ্চিম প্রদেশের সমস্ত বিবরণ ফাসী মুন্সী লিখিয়া রাখতেন । কোম্পানীর আয়-ব্যয়াধ্যক্ষ (Accountant General) লকিন্সসাহেব পরিশেষে তাহ সংশোধন করিয়া রাখতেন ৩৬ হেস্টিংস অনেক লোককে উৎকোচগ্রহণে নিযুক্ত করিয়াছিলেন ; কিন্তু তাহার এমনই কৌশল ছিল যে, কেহ কাহারও বিষয় বলিতে পারিত না । বাঙ্গলাদেশের অনেক বন্দোবস্ত কান্তবাবুর জ্ঞাতসারে হইয়াছিল, সে সমস্ত বিষয় হেস্টিংসের অন্যান্য অনুচরের অজ্ঞাত ছিলেন। হেস্টিংসের বাঙ্গলসংক্রান্ত প্রায় সমস্ত বিষয়ের হিসাব কাস্তবাবুকে রাখিতে হইত। সুতরাং বাংলার উৎকোচগ্রহণসম্বন্ধে, অনেক বিষয় তিনি জ্ঞাত ছিলেন এবং তাহা হইতে র্তাহার নিজেরও অনেক লাভ হইত। বাঙ্গলার নবাব মোবারক উদ্দৌলার অভিভাবক ও দেওয়ান নিযুক্ত করিবার সময়, মণিবেগমের এবং রাজা গুরুদাসের নিকট হইতে হেস্টিংস যে সমস্ত উৎকোচগ্রহণ করিয়াছিলেন সেই সমস্ত ব্যাপারে কান্তবাবু ও তদীয় ভ্রাতা নৃসিংহবাবু বিশেষরূপে জড়িত ছিলেন। এই উৎকোচ লইয়া সর্বাপেক্ষা হেস্টিংসকে অধিক লাঞ্ছনা ভোগ করিতে হয় । মহারাজ নন্দকুমার ১৭৭৫ খ্রীঃ অব্দের ৮ই মার্চ তারিখে কলিকাতা কাউন্সিলের নিকট হেস্টিংসসাহেবের নামে যে অভিযোগ উপস্থিত করেন, তাহাতে তিনি স্পষ্ট করিয়া উল্লেখ করিয়াছেন যে, নৃসিংহের দ্বারা অনেকবার মণিবেগম প্রভৃতি হেস্টিংসসাহেবকে উৎকোচ প্রদান করিয়াছেন। একবার হেস্টিংস মুর্শিদাবাদে গমন করেন। তিনি কাশীমবাজারে অবস্থান করিয়া, মধ্যে মধ্যে নবাব-প্রাসাদে গমন করিতেন । কিছুদিন পরে তিনি কলিকাতায় গমন করিলে, মণিবেগম রাজা গুরুদাসকে বলেন, গবর্নরকে কিছু নজর দেওয়া উচিত এবং মহারাজ নন্দকুমারকে লিখিয়া পাঠান হউক যে, মণিবেগম গবর্নরকে ১,৫o,ooo টাকা দিতে চাহেন। তিনি নগদ টাকা, কি হুওঁী দিবেন, তাহাই জানিতে ইচ্ছা করেন । নন্দকুমার হেস্টিংসকে সে কথা জিজ্ঞাসা করিলে, হেস্টিংস বলেন যে, কাস্তবাবুর ভ্রাতা নৃসিংহ কাশীমবাজারে আমার ব্যবসায়ের ow Impeachment of W. H., Vol. I, p. 423.