পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৮৮
মুর্শিদাবাদ-কাহিনী
২৮৮

ՀԵԵ মুর্শিদাবাদ-কাহিনী পরিচালনা করিয়া থাকেন ; তাহার নিকট উক্ত টাকা দিলেই হইবে । তদনুসারে নৃসিংহকে ১,৫০,ooo টাকা দেওয়া হয় ॥৩৭ কান্তবাবু এই সময়ে প্রায়ই কলিকাতায় বাস করিতেন। নৃসিংহবাবু কাশীমবাজারে থাকিতেন । তিনি কাস্তবাবুর পরামর্শানুসারে হেস্টিংসের এতদঞ্চলের যাবতীয় কার্য নির্বাহ করিতেন । কি উৎকোচগ্রহণ, কি ব্যবসায়সম্বন্ধে বন্দোবস্ত, সকল কার্যই নৃসিংহবাবুর দ্বারা সংসাধিত হইত। বলা বাহুল্য এ সমস্তই কান্তবাবুর পরামর্শানুসারেই হইত। এই সকল কার্য একরূপে কাস্তবাবুর নিজেরই কার্য । তিনি কাশীমবাজারে সে সময় থাকিতেন না বলিয়া, স্বীয় ভ্রাতা নৃসিংহকে সমস্ত কাৰ্যনির্বাহের পরামর্শ দিতেন । দুই ভ্ৰাতায় হেস্টিংসসাহেবের সকল কার্য সম্পন্ন করিতেন । সুতরাং কাস্তবাবুর ন্যায় নৃসিংহবাবুও হেস্টিংস-সংক্রান্ত ব্যাপারের একজন অভিনেতা ছিলেন । মহারাজ নন্দকুমার নৃসিংহের দ্বারা অনেক বার হেস্টিংসসাহেবের উৎকোচগ্রহণের কথা তাহার অভিধোগপত্রে নির্দেশ করিয়াছেন। বাহুল্য ভয়ে সমস্তের উল্লেখ করা গেল না । আমরা বারংবার বলিয়াছি যে, মণিবেগমের নিকট হইতে উৎকোচ লওয়া সম্বন্ধে কান্তবাবু বিশেষরূপে জড়িত ছিলেন। মহারাজ নন্দকুমার ইহা স্পষ্টভাবে প্রকাশ করিয়াছেন । কলিকাতা কাউন্সিলের নিকট তিনি সাক্ষ্য দিতে উপস্থিত হইয়া মণিবেগমের এক পত্র উপস্থাপিত করেন । তাহাতে মণিবেগমের পদোন্নতির জন্য হেস্টিংসসাহেবকে এক লক্ষ টাকা মুশিদাবাদে ও আর এক লক্ষ টাকা কলিকাতায় দেওয়ার কথা উল্লিখিত থাকে। পূর্বে যে দেড়লক্ষ টাকার কথা বলা হইয়াছে, এ দুই লক্ষ তাহা হইতে বিভিন্ন । মণিবেগমের সেই মূল পত্র নন্দকুমারের নিকট হইতে oq “After Mr. Hastings returned from Murshidabad to Calcutta Muny Begum said to Raja Goordas “Write word to Maha Rajah Nundkumar, that it is proper and requisitie to give one lakh and 50,000 rupees to Governor, and beg of Maha Rajah to ask the Governor whether it shall be sent in ready money or by a bill of exchange.” I (Nundkumar) accordingly asked Mr. Hastings who answered, “I have connection of trade in that part of the country, let this money be paid to Nursing, Contoo's brother, who is at Cossimbazar. In consequence of which I write to Rajah Goordas and Muny Begum, that they should deliver the money to Nursing, Cantoo's brother. Muny Begum with Rajah Goordas' knowledge in the month Aughun, 1179 paid the money to the Governer Mr. Hastings by the means of Nursing aforesaid'. (State Papers. Also Minutes of the Evidence of Hastings' Trial, p. 1003)