পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কান্তবাবু
২৯৭

 ইহা অপেক্ষা আর স্পষ্ট আদেশ কি হইতে পারে? এই সময়ে হেস্টিংস, কান্তবাবুকেও বিজয়গড়ে প্রেরণ করিয়াছিলেন। রাজমাতা কান্তবাবুকে বিশেষ অনুনয়বিনয় করিয়া ও তাঁহাকে কয়েকখানি বহুমূল্য অলঙ্কার প্রদানপূর্বক এই অনুরোধ করেন যে, যদি তাঁহার ও তাঁহার সহচরীবর্গের প্রতি কোনরূপ অত্যাচার বা অবমাননা করা না হয়, তাহা হইলে তিনি বিজয়গড় দুর্গ ও যাবতীয় ধনসম্পত্তি ইংরেজহস্তে সমর্পণ করিতে ইচ্ছুক আছেন। হেস্টিংস রাজমাতার এ কথা নিজমুখে ব্যক্ত করিয়াছেন। হেস্টিংস কান্তবাবুর নিকট হইতে এ সংবাদ পাইয়া বলিয়া পাঠান যে, রাজমাতা যদি ২৪ ঘণ্টার মধ্যে আপনাদিগের প্রয়োজনীয় দ্রব্য ব্যতীত অন্যান্য মূল্যবান সমস্ত দ্রব্য সমর্পণ করেন, তাহা হইলে তাঁহার প্রার্থনাসম্বন্ধে বিবেচনা করা যাইতে পারে।

 সময়াভাবেই হউক, অথবা যে কারণেই হউক, রাজমাতা গবর্নর জেনারেলের আদেশ পালন করিয়া উঠিতে পারেন নাই; কাজেই পরিণামে তাঁহাকে অত্যাচার ও অবমাননা ভোগ করিতে হইল। সৈনিকগণ সেনাপতির নিষেধসত্ত্বেও রাজমাতা ও তাঁহার সহচরীবর্গকে আক্রমণ করিয়া লাঞ্ছনার একশেষ করিল। তাহারা তাঁহাদিগকে অঙ্গস্পর্শ করিয়া আপনাদিগের লুণ্ঠনযোগ্য মণিমুক্তার অনুসন্ধান করিতে লাগিল।৫০ রাজমাতা রাজরানী আজ সহায়হীনা। যবনের অত্যাচারে সংজ্ঞাহীন হইলেন। নিকটে কেহ নাই যে, তাঁহাদিগকে সাহায্য করে। কান্তবাবু অনেক চেষ্টা করিয়াও কৃতকার্য হইতে পারেন নাই। পপহাম সাহেবের অনেক চেষ্টায় পরিশেষে তাঁহারা নিষ্কৃতি লাভ করেন। সৈন্যদিগের এই অত্যাচারকাহিনী পপহামসাহেব নিজে হেস্টিংসকে লিখিয়া পাঠান। কেবলই গবর্নরের কঠোরতার জন্য যে, এই লোমহর্ষণ ঘটনা সংঘটিত হয়, তাহা বোধ হয় কাহারও বুঝিতে বিলম্ব ঘটিবে না। অনেক দিন হইতে হিন্দুর অস্তিত্ব রসাতলে নিমগ্ন হইয়াছে, নতুবা সতীশিরোমণি তাহাদের জননীভগিনীর প্রতি কে সাহস করিয়া এরূপ অত্যাচার করিতে সমর্থ হয়? চেৎসিংহের পরিবারবর্গ অনাথার ন্যায় একদিক দিয়া চলিয়া গেলেন। গবর্নর হেস্টিংস এই সমস্ত লুণ্ঠন-দ্রব্যের অংশ চাহিলে, সৈনিকগণ তাঁহাকে এক কপর্দকও প্রদান করে নাই। তথাপি এই ভীষণ কাণ্ডে একেবারে হেস্টিংসসাহেব যে কিছু লাভ করিতে পারেন নাই, তাহা বিশ্বাস করিতে পারা যায় না।

 এতদঞ্চলে এক গল্প প্রচলিত আছে যে, হেস্টিংসসাহেব কাশীক্ষেত্রে রাজা চেৎসিংহের প্রাসাদ আক্রমণ করিলে, সৈন্যগণ যৎকালে রাজরানীকে আক্রমণ করিতে ধাবিত হয়, সেই সময়ে কান্তবাবু মহত্ত্বের পরিচয়প্রদানে সৈনিকগণকে নিবৃত্ত করিয়া


to retire without examination. But this is your consideration and not mine &c.” (Beveridge's History of India, Vol. II, p. 538.)

 ৫০ Burke's Works, Vol. II. Speech on Fox's India Bill, p. 212.