পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩০৬
মুর্শিদাবাদ-কাহিনী

অধীশ্বর হইয়াছেন। মণীন্দ্রচন্দ্র বঙ্গদেশের একটি উজ্জ্বল রত্ন। এমন স্বজনপ্রতিপালক, উদারহৃদয়, মহত্ত্বের জ্বলন্ত আদর্শ অল্পই দৃষ্ট হইয়া থাকে। তাঁহার গার্হস্থ্যজীবন প্রত্যেক বাঙ্গালীর শিক্ষণীয়। দেশহিতব্রতে ও বঙ্গসাহিত্যের উন্নতিকম্পে মহারাজ মণীন্দ্রচন্দ্র সর্বদাই অগ্রসর। বাঙ্গলার জমিদারগণের প্রতিনিধিস্বরূপ তিনি বঙ্গীয় ও ভারতীয় ব্যবস্থাপক সভার সদস্য পদে আসীন হইয়াছিলেন। গবর্নমেন্ট-কর্তৃক তিনি মহারাজ এবং কে. সি. আই. ই. উপাধিতে ভূষিত হইয়াছেন। তাঁহার উত্তরাধিকারীও মহারাজ উপাধি পাইবেন। ভগবানের আশীর্বাদে তিনি ও মহারাজকুমার শ্রীশচন্দ্র দীর্ঘজীবনলাভপূর্বক কাশীমবাজার রাজাসন অলঙ্কৃত করুন।