পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩১২
মুর্শিদাবাদ-কাহিনী

কোম্পানীর ইংরাজকর্মচারিগণ সকলেই গঙ্গাগোবিন্দের পরিচয় পাইয়াছিলেন। হেস্টিংসসাহেবেরও তাঁহার সহিত অনেক দিন হইতে বিশেষ পরিচয় ছিল। হেস্টিংস যৎকালে কাশীমবাজার কুঠীতে সামান্য কর্মচারীর কার্য করিতেন এবং পলাশীযুদ্ধের পর যখন মুর্শিদাবাদের রেসিডেন্ট নিযুক্ত হন, সেই সময় হইতে রাধাকান্তকে তিনি বিশেষরূপে জ্ঞাত ছিলেন এবং তদুপলক্ষে গঙ্গাগোবিন্দের সহিতও তাঁহার পরিচয় হয়। সেই সময় হইতে গঙ্গাগোবিন্দ ও কান্তবাবু উভয়ে তাঁহার সুদৃষ্টিতে পতিত হওয়ায়, ভবিষ্যতে এই দুই জন তাঁহার দুই হস্তস্বরূপ হইয় উঠেন। কান্তবাবু হেস্টিংসের প্রাণ রক্ষা করিয়াছিলেন বলিয়া, হেস্টিংস তাহার উন্নতিসাধনে চেষ্টা করেন; কিন্তু গঙ্গাগোবিন্দের অপরিসীম বুদ্ধি ও চতুরতা তাঁহাকে অনেক দিন হইতে মুগ্ধ করে। ভবিষ্যতে যখন তিনি বঙ্গদেশের বা সমস্ত ভারতবর্ষের গবর্নর জেনারেল হইয়া ধনতৃষ্ণায় ধর্মাধর্মবিবেকবিধুর হইয়াছিলেন, তখন সেই পূর্বপরিচিত গঙ্গাগোবিন্দের বিশেষ সাহায্যের আবশ্যক হইয়া উঠে।

 কান্তবাবুকে তিনি প্রথমতঃ প্রধান দেওয়ানের পদে নিযুক্ত করিতে ইচ্ছা করেন; কিন্তু কান্তবাবু সে সমস্ত বিষয়ে তাদৃশ পারদর্শী নহেন বলিয়া, উক্ত পদগ্রহণে অস্বীকৃত হইলে, হেস্টিংস গঙ্গাগোবিন্দকে রাজস্ব-সমিতির দেওয়ানের পদে নিযুক্ত করিয়া, আপনার সুবিধা করিয়া লন। একে গঙ্গাগোবিন্দের অসীম বুদ্ধি ও চতুরতা, তাহাতে অনেক দিন হইতে রাজস্ব-সংক্রান্ত বিষয়ে নিযুক্ত থাকায়, উক্ত বিষয়ে তাঁহার যথেষ্ট ব্যুৎপত্তি জন্মে। তদ্ব্যতীত তিনি ফারসী ভাষায় বিশিষ্টরূপ দক্ষ ছিলেন। যদিও সে সময়ে মুসলমানরাজত্বের অবসান হইয়াছিল, তথাপি কোম্পানীর কর্মচারিগণ প্রচলিত ভাষায় কার্য করিতে ও কাগজপত্র রাখিতে বাধ্য হন; নতুবা তাঁহাদিগকে বিষম গোলযোগে পড়িতে হইত। নূতন ভাষায় নূতন ভাবে কার্য করিতে গেলে যে, অনেক সময়ে নানারূপ বিঘ্ন উপস্থিত হয়, তাহা বোধ হয় অধিক বলিবার প্রয়োজন নাই। মুসলমানরাজত্বকালে ফারসী ভাষায় কার্য সম্পন্ন হইত বলিয়া, সে কালের কোম্পানীর কর্মচারিগণ প্রায়ই ফারসীভাষাভিজ্ঞ লোককে নিযুক্ত করিতেন এবং প্রত্যেককেই একজন ফারসী মুন্সী রাখিতে হইত। হেস্টিংসেরও একজন ফারসী মুন্সী ছিলেন। যাহা হউক, এই সমস্ত কারণে, গঙ্গাগোবিন্দ কান্তবাবু অপেক্ষা উপযুক্ত হওয়ায় এবং কান্তবাবু কার্য করিতে অস্বীকৃত হওয়ায়, হেস্টিংস গঙ্গাগোবিন্দকে প্রকাশ্য দেওয়ান এবং কান্তবাবুকে স্বকীয় কার্যসমূহের দেওয়ান বা বেনিয়ান নিযুক্ত করেন।

 পূর্বে উল্লিখিত হইয়াছে যে, কোম্পানী দেওয়ানী গ্রহণ করিয়া মহম্মদ রেজা খাঁ ও সেতাবরায়ের উপর রাজস্ব আদারের ভার অর্পণ করেন। ইঁহারা যে কেবল রাজস্ববিষয়ের তত্ত্বাবধান করিতেন, এমন নহে; অধিকন্তু পুলিশ ও বিচার প্রভৃতির ভারও ইঁহাদের হস্তে ন্যস্ত ছিল এবং রেজা খাঁকে নবাবের পারিবারিক কার্যসমূহেরও পরিদর্শন করিতে হইত। দেওয়ানীগ্রহণের সময় এরূপ নির্ধারিত হয় যে, কোম্পানী