পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জালিমসিংহ

[১]

১ উদিল ভাস্কর এবে পূরব গগনে তরুণ অরুণ-বিভা, জাহ্নবী-জীবনে কিবা, খেলিতেছে শত শত তরঙ্গের সনে, রবির প্রশান্ত মূতি, শতধা পাইল স্মৃতি, গঙ্গার বিমল বক্ষে সমীর-তাড়নে, হাসিল প্রকৃতি-বালা ঊষা-আগমনে।

২ প্রকৃতির হেন শান্তি করিয়া ভঞ্জন, গজিল নবাবসেনা, অশ্ব, গজ অগণনা, ভানুর উজ্জ্বল করে জ্বলে প্রহরণ, নিষ্কোষিত তরবার, কিরিচ, বল্লম আর, শতেক কামান উঠে করিয়া গর্জন, বিশাল মুখেতে করি অগ্নি-উদগিরণ।

৩ গিরিয়ার রণস্থলী কপিল তখনি, কাপিল জাহ্নবীতট, কাপিল অশ্বথ, বট, চমকি গােঠের গাভী ছুটিল অমনি বালকের কীড়ারঙ্গ, আতকে হইল ভঙ্গ, বারিকক্ষে চমকিয়া উঠিল রমণী, দ্বিগুণ দ্বিগুণ রবে ধায় প্রতিধ্বনি।

  1. আমার একটি ক্ষুন্ন কাহিনী” নামক প্রবন্ধে জালিমসিংহের সম্বন্ধে আক্ষেপােত পাঠে আমার প্রিয়বন্ধু বাবু প্রসন্ননাথ রায়, বি. এল. এই কবিতাটি উপহার পাঠাইয়াছিলেন।